সম্প্রতি এক বিজ্ঞাপনে দেখা গিয়েছে অভিনেতা কিঞ্জল নন্দকে। অনেকের তাতে বেজায় আপত্তি! কেন আন্দোলনকারী চিকিৎসক বিজ্ঞাপনের অংশ হবেন? সেই প্রশ্ন উঠছে। তাও আবার এমন পণ্যের বিজ্ঞাপন, যা ইঙ্গিত করে ‘শিরদাঁড়া’। এ প্রসঙ্গে নিজে কী মনে করছেন কিঞ্জল নন্দ?
সংবাদ প্রতিদিন শোনো-র তরফে কথা বললেন শুভদীপ রায়।
বঙ্গজীবনের অঙ্গ এখন বোরোলিন কম, ট্রোল বেশি! সম্প্রতি এক বিজ্ঞাপনকে কেন্দ্র করে ট্রোলের শিকার অভিনেতা, চিকিৎসক কিঞ্জল নন্দ। প্রশ্ন উঠছে, কেন বিজ্ঞাপনের অংশ হলেন তিনি? এই বিজ্ঞাপন করার সঙ্গে আন্দোলনকে জোড়ার মানে নেই, মনে করছেন কিঞ্জল। কিঞ্জলের উত্তর, আন্দোলন করেছেন সাধারণ মানুষ হিসেবে, আর বিজ্ঞাপনে প্রকাশ পেয়েছে তাঁর অভিনয় সত্তা। আন্দোলনের পরেও যদি বিজ্ঞাপনের সুযোগ আসত, পেশাগত স্বার্থে অবশ্যই করতেন। তাঁর কথায়, এখনও অবধি যা কিছু করেছেন, যে জায়গায় পৌঁছেছেন সবটাই নিজের চেষ্টায়। একজন চিকিৎসক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, আগামীদিনেও হবেন। পাশাপাশি তিনি একজন অভিনেতা, সেই সত্তাও বজায় থাকুক, চাইছেন কিঞ্জল। তাই বলে ব্যক্তি কিঞ্জলের উপর আন্দোলনের কোনও প্রভাব পড়েনি? অভিনেতার কথায়, অবশ্যই পড়েছে, বিশেষ করে যে ট্রোল বা বিদ্রূপ হয়েছে তা না হলেই ভালো হত, মনে করছেন কিঞ্জল।
শুনে নিন সম্পূর্ণ সাক্ষাৎকার।