ছোট থেকে শাহরুখের ‘ডাই হার্ড ফ্যান’। বাদশার নতুন সিনেমা রিলিজ হলেই ছুটতেই সিনেমা হলে। সেই লেহর খান যখন স্বপ্নের নায়কের সঙ্গে অভিনয় করার সুযোগ পেলেন, তখন তা নিজেই নাকচ করেছিলেন। ঠিক কী কারণ ছিল এর নেপথ্যে? আসুন শুনে নিই।
শুধু শাহরুখ নন। ‘জওয়ান’ সিনেমায় দর্শক দেখেছেন বেশ কয়েকজন নারীর জীবনের গল্পও। যাদের মধ্যে ছিলেন এক গরিব কৃষকের মেয়ে। সিনেমায় এই চরিত্রে অভিনয় করেছেন লেহর খান। সিনেমায়, বাবার মৃত্যুর বদলে নিতেই তিনি নাম লিখিয়েছিলেন নায়ক আজাদ-এর দলে। কিন্তু সিনেমার সেই গল্প যেন কোথাও গিয়ে মিলেছে তাঁর জীবনের সঙ্গেও। বাস্তবেও, নিজের বাবাকে ‘খুশি’ করতেই এই সিনেমায় অভিনয় করেছেন লেহর।
আরও শুনুন: কে আছ Jawan, হও আগুয়ান! শাহরুখ দেখালেন যোদ্ধা দেশের নারীরাই
ভরপুর বিনোদনে ঠাসা অ্যাকশন সিনেমা। যেখানে নায়ক হিসেবে রয়েছেন খোদ শাহরুখ খান। ব্যাস আর কী চাই! স্রেফ এটুকুও যে কোনও সিনেমাকে হিট করতে যথেষ্ট। তবু ‘জওয়ান’-এ আগাগোড়াই প্রাধান্য পেয়েছেন নারীরা। অনেকেরই মনে হতে পারে, তাঁদের জীবনের গল্প পর্দায় ফুটিয়ে তুলতেই যেন শাহরুখকে সামনে রেখেছেন পরিচালক। সিনেমায় মূলত দেখা গিয়েছে ৬ নারীর গল্প। যাদের প্রত্যেকেই জীবনে কোনও না কোনও অপরাধের শিকার হয়েছেন। পরবর্তীকালে সেসবের বদলাও তাঁরা নিয়েছেন নিজেরাই। যার নেতৃত্ব দিয়েছেন শাহরুখ। সেই দলে রয়েছেন এক গরিব চাষির মেয়েও। অন্যায়ভাবে যার বাবাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছিল। সেই মেয়েই বড় হয়ে উচিত শাস্তি দেয় বাবার আসল ‘খুনি’ দের। পর্দায় এই চরিত্রকে প্রাণ দিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী খান। বছর ২৪-র এই অভিনেত্রী বেশ কম বয়সেই অভিনয় জগতে পা রেখেছিলেন। অভিনয়ের পাশাপাশি নাচের জগতেও তাঁর বেশ সুনাম। জিতেছেন বেশ কিছু রিয়ালিটি শো-ও। তবে বর্তমানে পুরোদস্তুর অভিনয়েই মন দিয়েছেন লেহর। অমিতাভ, রনবীর সহ বেশ কিছু নামী অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তবে ছোট বেলা থেকেই তাঁর স্বপ্নের নায়ক শাহরুখ খান।
কিং খানের সিনেমা রিলিজ করলে লেহর হলে ছুটতেন। তাঁর সিনেমার গানে নাচ করা কিংবা সিনেমায় দেখানো অ্যাকশন দৃশ্য নকল করা কিছুই বাদ রাখতেন না এই শাহরুখ ফ্যান। অভিনয় জগতে পা রাখার পর থেকেই ভেবেছিলেন কিং খানের সঙ্গে একদিন কাজ করবেন। অবশেষে সত্যি হয়েছে তাঁর সেই স্বপ্ন। জওয়ান সিনেমায় শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন লেহর। কিন্তু অবাক করা ব্যাপার হল এই যে, জওয়ান-এর অফার পাওয়া মাত্র নাকচ করে দিয়েছিলেন লেহর। স্বপ্নের নায়ক শাহরুখ সিনেমায় থাকবেন শুনেও, সিনেমায় অভিনয় করতে চাননি লেহর।
কেন জানেন?
আরও শুনুন: শাহরুখের হাতে যদি থাকত দেশ চালানোর ভার, কী কী বদলে দিতেন পর্দার নায়ক?
নেপথ্যে রয়েছে লেহরের জীবনের এক মর্মান্তিক ঘটনা। কম বয়সেই অভিনয় জগতে পা রাখলেও, অভিনেত্রী হওয়ার ইচ্ছা কোনওদিনই ছিল না লেহরের। বরং সেই ইচ্ছা ছিল তাঁর বাবার। মেয়েকে বড় পর্দায় দেখার স্বপ্ন দেখতেন তিনি। তাই বাবার উৎসাহেই লেহর অভিনয় জগতে আসার সিদ্ধান্ত নেন। যার জন্য দিল্লির বাড়ি ছেড়ে মুম্বই আসতে হয় তাঁকে। এখানেও তাঁর বাবার সাপোর্ট ছিল বরাবরই। পাছে মেয়ের একা থাকতে অসুবিধা হয়, সে কথা ভেবে নিজের স্ত্রীকেও মুম্বই পাঠিয়ে দিয়েছিলেন লেহরের বাবা। কিন্তু ভাগ্যের কী নিষ্ঠুর পরিহাস! বছর দুয়েক আগে, দেশে তখন ভরা লকডাউন। কোথাও যাওয়ার উপায় নেই কারও। এদিকে লেহরের ঠাকুমা রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন। একদিকে লকডাউন অন্যদিকে শুটিং, সব মিলিয়ে ঠাকুমার কাছে যাওয়ার কোনও উপায় ছিল না লেহরের। অগত্যা তাঁর বাবাকেই যেতে হয়। আর সেখানে গিয়েই নাকি করোনা আক্রান্ত হন তিনি। কিছুদিনের মধ্যেই গুরুতর অসুস্থও হয়ে পড়েন। শেষরক্ষা হয়নি। করোনা কেড়ে নেয় লেহরের বাবার প্রাণ। এই ঘটনা মেনে নিতে পারেননি লেহরের। তাঁর মনে হয়, এই পেশার জন্যই এমনটাই হয়েছে। তাছাড়া যে বাবার সাপোর্ট পেয়েছেন বলেই তিনি এই জায়গায় পৌঁছাতে পেরেছেন, তিনিই লেহরকে পর্দায় দেখতে পাবেন না। চাইলেও বাবার সঙ্গে বসে সিনেমা দেখতে পারবেন না লেহর। এইসব ভেবেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন আর কখনও অভিনয়ই করবেন না। ঘটনাচক্রে এর কিছুদিনের মধ্যেই শাহরুখের ‘জওয়ান’-এ অভিনয়ের সুযোগ আসে তাঁর কাছে। তবে নিজের সিদ্ধান্ত মতো তা সরাসরি নাকচ করে দেন লেহর। তবে এর কিছুদিন পর তিনি নিজেই বুঝতে পারেন ভুল করছেন। একে তো শাহরুখের সঙ্গে অভিনয় করবেন, তার উপর বাবার স্বপ্ন সত্যি হবে। এইসব ভেবে নিজের সিদ্ধান্ত বদলান লেহর। রাজি হন জওয়ান-এ অভিনয় করার জন্য। বাকিটা দর্শক জানেন। কীভাবে সিনেমার পর্দায় নিজের সবতা উজার করে দিয়েছেন লেহর। অনেকেই মনে করছে এই সিনেমা তাঁর জীবনে মাইলফলক হিসেবে কাজ করবে। তবে এই কাজের দরুন তাঁর বাবা যে খুশি হয়েছেন তা বলাই বাহুল্য।