সেলিব্রিটিদের বিয়ে মানেই চর্চার ব্যাপার। আর সেই সেলিব্রিটির নাম যদি হয় শাহরুখ খান, তাহলে তো আর কথাই নেই। তবে স্রেফ সেলিব্রিটি হওয়ার জন্য নয়। শাহরুখের বিয়ে আরও এক বিশেষ কারণে এখনও চর্চায়। ঠিক কী কারণ? আসুন শুনে নেওয়া যাক।
শাহরুখ খান। চর্চায় থাকার জন্য নামটুকুই যথেষ্ট। নতুন সিনেমা হোক বা অন্য কিছু, প্রসঙ্গ যদি কিং খান-কে কেন্দ্র করে হয় তাহলে চর্চা হতে বাধ্য। তবে সম্প্রতি নতুন করে চর্চায় শাহরুখের বিয়ে। বাদশা-র এক পুরনো বন্ধুর স্মৃতিচারণায় ফিরে এসেছে সেই দিনের স্মৃতি। যা জানার পর অবাক হয়েছেন অনেকেই।
আরও শুনুন: মেয়েদের অপমান করে কী প্রাপ্তি হয় নেতাদের? প্রশ্ন সোনা মহাপাত্রের অথবা দেশেরই
দীর্ঘ ৩০ বছরের অভিনয় জীবন। এর মধ্যেই একের পর এক হিট ছবি। তবু দেশের অন্যতম সেরা স্টার হয়ে ওঠা, শাহরুখের জন্য মোটেও সহজ ছিল না। সাফল্যের শিখরে পৌঁছেও জীবনের ফেলে আসা দিনগুলো মনে করতে ভোলেন না শাহরুখ। প্রায়শই বিভিন্ন আলোচনায় নিজের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন কিং খান। তবে এবার শাহরুখ নিজে নন। তাঁর দীর্ঘদিনের বন্ধু প্রযোজক বিবেক ভসওয়ানি মনে করিয়েছেন শাহরুখের বিয়ের কথা। যদিও বিবেক-কে শাহরুখের স্রেফ বন্ধু বললে কম বলা হবে। কারণ তিনি না থাকলে শাহরুখের ক্যারিয়ারের শুরুটাই হয়তো অন্যরকম হতো। শাহরুখের অভিনয় জীবনের শুরুর দিকে যথেষ্ট সাহায্য করেছিলেন বিবেক। তাই কিং খানের বিয়েতেও বিবেকের যোগ ছিল ভালোমাতোই। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে শাহরুখ প্রসঙ্গে বলতে গিয়ে কিং খানের বিয়ের কথা মনে করান তিনি। আর সেখানেই বিবেক জানান, একবার নয়, শাহরুখ-গৌরীর বিয়ে হয়েছে তিনবার। তাও আবার একইদিনে।
আরও শুনুন: কেরিয়ার শেষ করতে চান শাহরুখ! কবে আর কীভাবে? জানালেন বাদশা
শুনতে অবাক লাগলেও সত্যি। কীভাবে এমনটা হয়েছিল, সেই ব্যাখ্যাও দিয়েছেন বিবেক নিজেই। আসলে, শাহরুখ ধর্মে মুসলিম, আর গৌরী হিন্দু। তাই তাঁদের বিয়ে হয়েছিল দুই মতেই। সেই হিসেবে একইদিনে হিন্দু-মুসলিম এই দুই মতে দুবার বিয়ে হয় বলিউডের সেলিব্রিটি দম্পতির। এরপর সরকারি ভাবে বিয়ে, মানে রেজিস্ট্রি ম্যারেজ হয় তাঁদের। সেও অবশ্য ওই একইদিনে হয়েছিল। এই হিসেবে শাহরুখ-গৌরীর তিনবার বিয়ের কথা বলেন বিবেক। এখানেই শেষ নয়। বিয়ের পর শাহরুখ-গৌরী কোথায় কীভাবে সময় কাটিয়েছিলেন সেসবও জানান বিবেক। ১৯৯১ সালে যখন এই বিয়ের আসর বসেছিল তখন শাহরুখ এতটাও পরিচিতি পাননি। তাই তাঁর হানিম্যুনের ব্যবস্থাও হয়েছিল অদ্ভুতভাবে। বিয়ের পর পরই সিনেমার শুটিং-এ দার্জিলিং যেতে হয় শাহরুখকে। সেখানেই সদ্য বিবাহিত গৌরিকে নিয়ে যান কিং খান। মুম্বই ফিরে এসেও সাধারণ বাড়িতে তাঁদের থাকতে হয়নি। কারণ বিয়ের উপহার হিসেবে শাহরুখ-গৌরীকে পাঁচদিনের জন্য বিলাসবহুল হোটেলে সময় কাটানোর ব্যবস্থা করে দেন বিবেক। তারপর নবদম্পতি থাকতে শুরু করেন পরিচালক আজিজ মির্জার বাড়িতে। গল্প কথায় এদিন পুরনো সব কথাই মনে করান বিবেক। সেইসঙ্গে আরও একবার মনে করিয়ে দেন শাহরুখের জীবন সংগ্রামের কথা। যে শাহরুখকে নিয়ে চর্চা চলে গোটা বিশ্বজুড়ে তিনি যে একদিনে এই জায়গায় পৌঁছননি তাই প্রণাম করে এইসব গল্প।