বিশ্বকাপের ফাইনালে ভারত। এই আবহে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে নাম জড়াল ঐশ্বর্য রাই’এর। ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বলি অভিনেত্রীদের নাম জড়ান নতুন ব্যাপার নয়। তবে সেক্ষেত্রে প্রেম প্রণয়ের প্রসঙ্গ জুড়েছে। এক্ষেত্রেও কি তাই? ব্যাপারটা ঠিক কী? আসুন শুনে নেওয়া যাক।
ভারতের তারকা অফস্পিনার। দেশের জার্সি গায়ে নানা কৃতিত্ব ঝুলিতে ভরেছেন রবিচন্দ্রন অশ্বিন। টি-২০ বিশ্বকাপের ফাইনালে যাওয়ায় ভারতীয় দলকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। কিন্তু এই আবহে তাঁর নামের সঙ্গে জড়িয়েছে বিখ্যাত বলি অভিনেত্রীর নাম। স্রেফ অভিনেত্রী বললে ভুল হয়। কারণ ঐশ্বর্য রাই অভিনেত্রী হওয়ার পাশাপাশি প্রাক্তন বিশ্বসুন্দরীও বটে। এছাড়া বচ্চন পরিবারের বধু হিসেবেও তাঁর বিশেষ পরিচতি রয়েছে।
আরও শুনুন: ভারতই বিশ্বকাপ জিতবে যদি… রোহিত ব্রিগেডকে আগেভাগেই বিশেষ পরামর্শ কপিল দেবের
এখন প্রশ্ন হচ্ছে এঁদের দুজনের যোগ ঠিক কোথায়?
আপাতভাবে মনে হতেই পারে দুই তারকার মধ্যে প্রেমের যোগ রয়েছে। এমনটা হওয়াও অস্বাভাবিক নয়। এর আগে দীপিকা পাড়ুকনের সঙ্গে নাম জড়িয়েছে যুবরাজ, ধোনির মতো খেলোয়াড়ের। অনুস্কা শর্মার সঙ্গে প্রেমের পর বিয়েও করেছেন বিরাট কোহলি। একইভাবে পতৌদি, রবি শাস্ত্রীর মতো কিংবদন্তির সঙ্গেও জড়িয়েছে বলি অভিনেত্রীদের নাম। কিন্তু কোনও বিবাহিত অভিনেত্রীর সঙ্গে এমন সম্পর্কের কথা প্রকাশ্যে আসেনি। তাহলে কি বিবাহিত ঐশ্বর্য রাই’এর সঙ্গে সম্পর্কে জড়িয়েই সে ধারণা বদলে দিচ্ছেন অশ্বিন? তিনি নিজেও অবশ্য বিবাহিত। তাই এঁদের সম্পর্ক তৈরি হলে সেই নিয়ে বেশ জলঘোলা হবে বিভিন্ন মহলে। কিন্তু না। বাস্তবে এমন কিছুই হয়নি। ঐশ্বর্যের সঙ্গে অশ্বিনের কোনওরকম প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠেনি। তাহলে এঁদের দুজনের নাম জড়াল কীভাবে?
আরও শুনুন: মেয়েদের প্রশ্ন করাই মানা! সঞ্চালিকা মন্দিরাকে পাত্তাই দিতেন না ক্রিকেট তারকারা
আসলে, ব্যাপারটা ঠিক সম্পর্কে জড়ানো নয়। আক্ষরিক অর্থে দুজনের নামই জড়িয়েছে। তাও ভালোনাম নয়, ডাকনাম। জানা গিয়েছে, ঐশ্বর্য আর অশ্বিন দুজনেরই ডাকনাম ‘অ্যাশ’। পরচিত মহলের অনেকেই ঐশ্বর্যকে ওই নামে ডাকেন। এমনকি অভিনেত্রীর ডাকনাম ব্যবহার করেন বহু সাংবাদিকও। ঐশ্বর্যর এই নাম যে বেশ প্রচলিত তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু অশ্বিনের ডাকনামও যে একই তা এতদিন অনেকেই জানতেন না। স্ট্যাম্প মাইকের দৌলতে সে নাম প্রকাশ্যে এসেছে। খেলার মাঠে এই মাইকে উইকেট কিপারের কথা ভালোমতো রেকর্ড হয়। সেখানে বোলারকে উদ্দেশ্য করে কী বলছেন কিপার তা সবই শুনতে পান দর্শকরা। এবার খেলার মাঠে সতীর্থকে কেউ নিশ্বয়ই ভালো নামে ডাকবেন না। সেভাবেই অশ্বিনের এই ডাকনাম সামনে এসেছে। জানা গিয়েছে, দলের অন্দর মহলে প্রায় সকলেই অশ্বিনকে অ্যাশ বলে ডাকেন। এতে অশ্বিনেরও কোনও সমস্যা নেই। এক সাক্ষাৎকারে নিজেই সে কথা জানিয়েছিলেন তারকা বোলার। তাই তাঁর নামের সঙ্গে ঐশ্বর্য রাই’এর নামের এই মিল কাকতালীয় বলা যায়।