‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি যদি কারও ভাবাবেগে আঘাত করে, তবে সে নির্ঘাত সন্ত্রাসবাদী। এই ছবি নিয়ে যাদের বিরুদ্ধ মতামত রয়েছে, এইভাবেই তাঁদের তোপ দাগলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। ঠিক কী বললেন তিনি? আসুন, শুনে নেওয়া যাক।
‘দ্য কেরালা স্টোরি’ ছবিকে কেন্দ্র করে প্রথম থেকেই উসকে উঠেছে বিতর্ক। কেরল সরকার এই ছবিকে মুসলিমবিদ্বেষী বলে মনে করেছে, উলটো দিকে মোদি-সহ বিজেপির অকুণ্ঠ সমর্থন পেয়েছে এই সিনেমা। এবার সুদীপ্ত সেন পরিচালিত এই সিনেমার পাশে দাঁড়ালেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাঁর সাফ দাবি, এই সিনেমা যাদের ভাবাবেগে আঘাত করবে, তারা নিজেরাই সন্ত্রাসবাদী। বলাই বাহুল্য, অভিনেত্রীর এহেন মন্তব্যে জলঘোলা হল আরও।
আরও শুনুন: পিরিয়ডস আসলে ঈশ্বরের বার্তা, প্রথম বিজ্ঞাপনেই ট্যাবু ভাঙার ‘স্মৃতি’ বিজেপি নেত্রীর
‘দ্য কেরালা স্টোরি’র ট্রেলারে দাবি করা হয়েছিল যে, কেরলের ৩২ হাজার মহিলা নিখোঁজ। পরে তারা জঙ্গিগোষ্ঠী আইএস-এ যোগ দেয়। এহেন দাবির মাধ্যমে আসলে মুসলিমবিদ্বেষ ছড়ানো হচ্ছে বলেই মনে করেছেন অনেকে। এমনকি এই ইস্যুতে খোদ সুপ্রিম কোর্টেও দায়ের হয়েছিল মামলা। এই ছবিকে উদ্দেশ্যমূলক বলে তোপ দেগেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-ও। তাঁর অভিযোগ, আসলে সংঘের মদতেই এই ধরনের ছবি বানানো হচ্ছে। এদিকে, কর্ণাটক নির্বাচনের প্রচারে গিয়ে কেরালা স্টোরি-র পক্ষ নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব মিলিয়ে এই ছবি ঘিরে ঘোরালো হয়েছে রাজনৈতিক বিতর্ক। এদিকে এর আগেও একাধিক ইস্যুতে কেন্দ্রের সুরেই সুর মিলিয়েছেন কঙ্গনা রানাউত। এবারও একই পদক্ষেপ করলেন তিনি।
আরও শুনুন: বিমানবন্দরে প্রকাশ্যেই খুলতে হল পোশাক, কর্মীর নির্দেশে অস্বস্তিতে দুই মহিলা
সম্প্রতি এক অনুষ্ঠানে কঙ্গনাকে ‘দ্য কেরালা স্টোরি’ ছবি নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানান, আইসিস সন্ত্রাসবাদী সংস্থা। কারও যদি মনে হয় যে আইসিস সন্ত্রাসবাদী সংস্থা নয়, তা হলে তাঁর চিন্তাভাবনায় সমস্যা আছে। তা হলে তিনি নিজেই সন্ত্রাসবাদী। নিজের বক্তব্যের সপক্ষে কঙ্গনার যুক্তি, এই ছবি মুক্তির বিরুদ্ধে আদালতে গেলেও আদালত সে দাবি খারিজ করে দিয়েছে। সুতরাং এই ছবির বক্তব্যও সত্যি, এমনটাই দাবি অভিনেত্রীর। ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, এভাবেই তাঁদের উদ্দেশে আক্রমণ শানিয়েছেন কঙ্গনা রানাউত।