এককালে সিনেমার পর্দায় গ্যাংস্টারের প্রেমে পড়েছিলেন তিনি নিজেই। কিন্তু বাস্তবে ছবিটা উলটো। যোগীরাজ্যে এনকাউন্টারে এক গ্যাংস্টারের মৃত্যুর পর যোগী আদিত্যনাথকে প্রশংসায় ভরিয়ে দিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। ঠিক কী বলেছেন অভিনেত্রী? আসুন, শুনে নেওয়া যাক।
ঘরে বসে পর্দায় আসাদ আহমেদের এনকাউন্টারের ঘটনা দেখছেন যোগী আদিত্যনাথ। এহেন ভিডিও ভাগ করে নিয়ে অভিনেত্রী কঙ্গনা রানাউতের মন্তব্য, ‘আমার ভাইয়ের মতো কেউ নেই।’ স্পষ্টতই, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেই ভাই বলে সম্বোধন করেছেন কঙ্গনা। সম্প্রতি যোগীরাজ্য উত্তরপ্রদেশে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে গ্যাংস্টার এবং রাজনৈতিক নেতা আতিক আহমেদের পুত্র আসাদের। যোগী আদিত্যনাথের শাসনে এই নিয়ে একাধিকবার ঘটল এনকাউন্টারে মৃত্যুর ঘটনা, যার জেরে সরব বিরোধীরা। কিন্তু এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় সরাসরি যোগীর পক্ষ নিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। একইসঙ্গে তিনি বলেছেন, সিনেমায় গ্যাংস্টারদের যেভাবে দেখানো হয়, তা আসলে সত্যি নয়। আসল সত্যি হল বাস্তবের এই ছবি, যেখানে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় তাদের। আদিত্যনাথের প্রশংসা করে এমনটাই বার্তা ‘গ্যাংস্টার’ ছবির নায়িকার।
যোগীরাজ্য উত্তরপ্রদেশে বারে বারেই অপরাধীদের সঙ্গে এনকাউন্টারে জড়িয়েছে সে রাজ্যের পুলিশ। সম্প্রতিও ঘটেছে তেমনই ঘটনা। ২০০৫ সালে বিএসপি নেতা রাজু পাল হত্যায় সাক্ষী ছিলেন আইনজীবী উমেশ পাল। গত ফেব্রুয়ারিতে তিনি খুন হন। এই ঘটনায় অভিযোগ ওঠে আতিক, তার ভাই আশরফ, পুত্র আসাদ, গুলাম-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছিল যোগীরাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তবে কয়েক দিন আগেই আতিক আহমদকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। পাঁচ বারের বিধায়ক এবং এক বারের সাংসদ আতিকের নামে একশোটিরও বেশি মামলা ঝুলছে। আর এবার ঝাঁসিতে এনকাউন্টারে নিহত তার পুত্র আসাদ, এবং গুলাম নামে আরও এক ব্যক্তি। কিছুদিন আগেই তাবড় তাবড় গ্যাংস্টারেরা এনকাউন্টার নীতির ভয়ে কাঁপছে বলে দাবি করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর এবার তাঁর এই দাপটের প্রশংসাতেই সরব হলেন কঙ্গনা।
যদিও তিনি যে ভিডিওটি শেয়ার করেছিলেন, তা সত্যি নয় বলে দাবি নেটিজেনদের। সে কথার উত্তরে রীতিমতো ঝাঁঝিয়ে উঠে কঙ্গনা বুঝিয়ে দিয়েছেন যে, ভিডিওটি নকল হলেও তার মধ্যে দিয়ে যে বার্তা দেওয়া হয়েছে, তা বোঝানোই লক্ষ্য ছিল তাঁর। অস্ত্র হাতে নিলেই কেউ সৈনিক হয়ে যায় না, এই বলেই গ্যাংস্টার ইস্যুতে কড়া তোপ দেগেছেন অভিনেত্রী।