সম্প্রতি লাহোরে দাঁড়িয়েই সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে তোপ দেগেছেন বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতার। আর সেই মন্তব্য নিয়ে জলঘোলা শুরু হয়েছে দুই দেশেই। কিন্তু এ নিয়ে এত কথা বলার কিছু নেই বলেই মত শিল্পীর। ঠিক কী বলেছেন তিনি? আসুন, শুনে নেওয়া যাক।
পাকিস্তানে দাঁড়িয়েই পাকিস্তানের বিরুদ্ধে তোপ! ভয় করেনি? এই প্রশ্নের জবাবে জাভেদ আখতার সাফ জানালেন, নিজের দেশে দাঁড়িয়ে দেশের ভুলত্রুটি নিয়ে কথা বলতেই ভয় পান না তিনি। তাহলে অন্য দেশে গিয়ে তা নিয়ে কথা বলতে ভয় করবে কেন? তবে এই মন্তব্য তিনি করেছেন নিজের বিবেকের প্রতি দায়বদ্ধতা থেকেই, পাকিস্তানের প্রতি কোনোরকম বিদ্বেষের প্রোপাগান্ডা থেকে নয়। আর সেই কারণেই এই মন্তব্য নিয়ে দেশে যেভাবে প্রশংসার বান ডেকেছে, তাতে একেবারেই স্বস্তি বোধ করছেন না প্রবীণ শিল্পী। খানিক রসিকতার সুরেই তাঁর মন্তব্য, ‘মনে হচ্ছে যেন তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করে ফিরেছি।’
আরও শুনুন: লতা মঙ্গেশকরকেও আমন্ত্রণ জানানো হয়নি, সৌজন্যের প্রশ্নে পাকিস্তানকে তুলোধোনা জাভেদ আখতারের
সম্প্রতি এক অনুষ্ঠানে পাক ইস্যু নিয়ে ফের মুখ খুলেছেন জাভেদ আখতার। আসলে দিন কয়েক আগেই প্রখ্যাত উর্দু কবি ফৈজ আহমেদ ফৈজ-এর স্মৃতিতে আয়োজিত ফৈজ ফেস্টিভ্যালে যোগ দিতে লাহোরে গিয়েছিলেন তিনি। আর সেখানেই কথাপ্রসঙ্গে মুম্বই হামলা নিয়ে সরব হন শিল্পী। মুম্বইয়ের বাসিন্দা হিসেবে ২৬/১১-এর সেই ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা কাছ থেকে দেখেছেন তিনিও। তাই পাকিস্তানের প্রতি ভারতের মনোভাব নিয়ে পাক দর্শকদের কটাক্ষের জবাবে তিনি সাফ বলেন, নরওয়ে বা মিশর থেকে কেউ এসে এই হামলা ঘটায়নি, তা ঘটিয়েছিল পাক সন্ত্রাসবাদীরাই। কিন্তু সেইরকম সন্ত্রাসবাদীরা পাকিস্তানে এখনও অবাধে ঘুরে বেড়ানোর সাহস পাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন জাভেদ আখতার। সেই মন্তব্যের জেরেই শুরু হয়েছে বিতর্ক। পাকিস্তানে দাঁড়িয়ে পাকিস্তানের উদ্দেশে এমন কড়া মন্তব্য করে বিপাকেও পড়তে পারতেন তিনি, এমনটাই মনে করছেন অনেকে। কিন্তু সেই আশঙ্কাকে সপাটে উড়িয়ে দিয়ে অকুতোভয় শিল্পী বলেন, “আমি যে দেশে জন্মেছি, যেখানে বেঁচে আছি এবং মরব, সেই দেশেই এমন বিতর্কিত কথা বলতে ভয় পাই না। তাহলে অন্য যে দেশে দুদিনের জন্য গিয়েছি, সেখানে ভয় পাব কেন?”
আরও শুনুন: সংস্কৃত থেকেই এসেছে ‘আল্লাহ্’ শব্দটি, দাবি বেনারসের শঙ্করাচার্যের
জাভেদ আখতারের এই মন্তব্যের জেরে কার্যত দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছেন দুই দেশের শিল্পীরাও। বর্ষীয়ান শিল্পীর বিরুদ্ধে পালটা আক্রমণ শানিয়েছেন একাধিক পাক শিল্পী। আবার কঙ্গনা রানাউতের মতো বলিউড অভিনেত্রী তাঁর এই মন্তব্যের ভূয়সী প্রশংসা করেছেন। কিন্তু এই প্রশংসা বা নিন্দা, কোনও কিছুতেই সেভাবে গুরুত্ব দিচ্ছেন না জাভেদ আখতার। দেশের হয়ে কথা বলার মধ্যে আলাদা কোনও কৃতিত্ব নেই বলেই মত তাঁর। তাঁর সাফ বক্তব্য, “এইটুকু কথা তো বলতেই হবে, চুপ করে থাকব নাকি!’’ দেশের সমস্যা নিয়ে কথা বলার সময়েও তিনি যেমন স্পষ্টবক্তা, তেমনই দেশের স্বার্থে মুখ খুলতেও যে তিনি ভয় পান না, সাম্প্রতিক এই অনুষ্ঠানে সে কথাই ফের বুঝিয়ে দিলেন বর্ষীয়ান শিল্পী।