একটা গান গাইতে ৩ কোটি টাকা। এমনটাই চার্জ করেন এক ভারতীয় গায়ক। এক্ষেত্রে প্রথমেই হয়তো মাথায় আসবে, অরিজিত কিংবা শ্রেয়া ঘোষালের নাম। কিন্তু এঁদের কেউই একটা গান গাইতে এতটাকা চার্জ করেন না। তাহলে কার কথা বলছি? আসুন শুনে নিই।
বিশ্বজোড়া খ্যাতি রয়েছে, এমন ভারতীয় গায়কের সংখ্যা নেহাতই কম নয়। স্রেফ বিদেশের মাটিতে অনুষ্ঠান করাই নয়, বিভিন্ন কারণে তাঁদের জগতজোড়া সুনাম। তালিকায় রয়েছেন শ্রেয়া ঘোষাল, অরিজিত সিং কিংবা সোনু নিগমের মতো গায়করা। স্বাভাবিকভাবেই দেশের অন্যান্য শিল্পীদের তুলনায় এঁদের গান গাওয়ার পারিশ্রমিকও যথেষ্ট বেশি। কিন্তু তা কখনই এক কোটি টাকা নয়। অথচ এমনও এক ভারতীয় গায়ক রয়েছেন, যিনি একটা গান গাওয়ার জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক নেন।
আরও শুনুন: পর্নস্টার হতে চেয়েছিলেন শাহরুখ খান! দাবি খোদ অভিনেতার
প্রথমসারির ভারতীয় গায়কদের তালিকায় অবশ্যই অরিজিত সিং, সোনু নিগম কিংবা শ্রেয়া ঘোষালের নাম নিতে হয়। তবে দেশের সুরকারও কিছু কম যান না। শুধুমাত্র অসাধারণ কম্পোজিশন তৈরি করাই নয়, গায়ক হিসেবেও তাঁদের যথেষ্ট পরিচিতি রয়েছে। একথা বলাই বাহুল্য, সুর সম্বন্ধে তাঁদের জ্ঞান অন্য অনেকের থেকে বেশি। এমনই এক ভারতীয় সুরকার একটা গান গাওয়ার জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক হিসেবে নেন। অবশ্য স্রেফ ভারতীয় সুরকার বললে ভুল হবে, বিদেশের মাটিতেও তাঁর কদর কিছুমাত্র কম নয়। বহু বিদেশি গায়ক গায়িকা তাঁর কাছে তালিম নিতে ভারতে আসেন। এমনকি মার্কিন মুলুকের বিভিন্ন কনসার্টেও তাঁর বানানো সুর বাজানো হয়। কথা বলছি, এ আর রহমান সম্পর্কে। দির্ঘদিন ধরে ভারতীয় সংগীত জগতের সঙ্গে তিনি যুক্ত। অগুনতি বলিউড সুপারহিট সিনেমায় তিনি সঙ্গীত পরিচালনা করেছেন। লগনের ‘কালে মেঘা’ থেকে আরম্ভ করে ‘ছইয়া ছইয়া’ কিংবা হালের বাহুবলি সিনেমার টাইটেল ট্রাক, সবই তাঁর অবদান। এসব কালজয়ী গান এখনও সবার মুখে মুখে ঘোরে। ‘স্লামডগ মিলিওনিয়ার’ ছবির জন্য অস্কারও ঝুলিতে ভরেছেন এই কিংবদন্তী। সিনেমায় ব্যবহৃত ‘জয় হো’ গানটি এখনও অনেক অনুষ্ঠানেই বাজানো হয়।
আরও শুনুন: অভিনয় ছেড়ে চাষবাস! প্রায় ১৩ কোটি টাকার চাষের জমি কিনে চর্চায় শাহরুখ কন্যা সুহানা
সেই এ আর রহমান একটা গান গাওয়ার জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক নেন। অধিকাংশ গানের ক্ষেত্রেই গানের সুর দেওয়ার দায়িত্ব থাকে তাঁর। কিন্তু কিছুক্ষেত্রে নিজেই গায়কের ভূমিকা পালন করেন রহমান। মা তুঝে সালামের মতো গানও তাঁর নিজের কণ্ঠ্যেই গাওয়া। শুধু গান নয়, একক কনসার্টের জন্যও কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। তবে ভারতীয় সঙ্গীতে তাঁর যা অবদান, তা সম্মান না করে উপায় নেই। তাই নেটিজেনদের একাংশ রহমানের এই পারিশ্রমিকের অঙ্ক স্বাভাবিক নজরেই দেখেছেন।