অভিনেত্রীদের মধ্যে ঝগড়াঝাঁটিকে ‘ক্যাটফাইট’ বলা হয় কেন, প্রশ্ন তুললেন অভিনেত্রী হুমা কুরেশি। এই বিশেষ শব্দটির মধ্যে বলিউডের পিতৃতান্ত্রিক মানসিকতা লুকিয়ে আছে বলেই দাবি করলেন অভিনেত্রী। এই ইস্যুতে সিনে-দুনিয়ার লিঙ্গবৈষম্য নিয়েও সরব হলেন হুমা। ঠিক কী বলেছেন তিনি? শুনে নেওয়া যাক।
ঝগড়া বিষয়টির সঙ্গে সবসময়েই মেয়েদের জুড়ে দেওয়ার এক প্রবণতা চালু রয়েছে সমাজে। আর এই প্রবণতার বিরুদ্ধেই এবার সরব হলেন অভিনেত্রী হুমা কুরেশি। মেয়েদের মধ্যে ঝগড়াবিবাদ বোঝাতে যে আলংকারিক শব্দটি ব্যবহার করা হয়, সেই ‘ক্যাটফাইট’ শব্দটি নিয়েই আপত্তি অভিনেত্রীর। তাঁর মতে, এই শব্দটি একান্তভাবেই পিতৃতান্ত্রিক মানসিকতাকে ধারণ করে আছে। পুরুষের ঝগড়াকে চিহ্নিত করতে কোনও আলাদা শব্দ যখন ব্যবহার হয় না, তখন কেবলমাত্র মেয়েদের জন্যই এমন কোনও শব্দ ব্যবহার করা হবে কেন, প্রশ্ন অভিনেত্রীর। বিশেষ করে বলিউডে অভিনেত্রীদের মধ্যে বিবাদ বিসংবাদ বোঝাতে প্রায়শই ‘ক্যাটফাইট’ কথাটি ব্যবহার করা হয়। আর এই প্রসঙ্গেই হুমার পালটা প্রশ্ন, অভিনেতাদের ঝগড়া হলে তাকে কি আমরা ‘ডগফাইট’ বলে থাকি?
আরও শুনুন: ‘আমার পোশাক নিয়ে আপনাদের মাথাব্যথা কেন?’ খোলামেলা পোশাকেই ট্রোলের সপাট জবাব উরফির
সিনে দুনিয়ায় শিল্পীদের মধ্যে মন কষাকষি হয়েই থাকে। পেশাগত কারণে অনেকসময়ই একে অন্যের বিপক্ষে দাঁড়ান। এমন একটি স্বাভাবিক বিষয়েও লিঙ্গবৈষম্য জুড়ে যাবে কেন, এ নিয়েই প্রশ্ন হুমার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, অভিনেত্রীদের মধ্যে পেশাগত প্রতিযোগিতা চললেও তা নিয়ে কথার বন্যা বয়ে যায়। কিন্তু অভিনেতাদের মধ্যে এই ইঁদুরদৌড় আরও অনেক জোরালো বলেই মনে করেন হুমা। যদিও সেই বিষয়টি নিয়ে আদৌ বেশি কথা হয় না বলেই মত তাঁর। এই প্রসঙ্গে রীতিমতো কটাক্ষ ছুঁড়েই তিনি বলেছেন, ছেলেরা যদি জিমে যায়, তবে তা যতখানি শরীরচর্চা করার জন্য, তার চেয়েও বেশি অন্য ছেলেদের শারীরিক সৌন্দর্য মেপে নেওয়ার জন্য। আর এই পারস্পরিক টানাপোড়েনের কারণেই দুই অভিনেতাকে একসঙ্গে কোনও ছবির মুখ্য ভূমিকায় সুযোগ দেওয়া কঠিন, এমনটাই মনে করেন হুমা কুরেশি। উলটো দিকে, একাধিক অভিনেত্রীর সঙ্গে এক ছবিতে স্ক্রিন ভাগ করে নিতেও তাঁর অসুবিধা হয় না বলেই জানিয়েছেন হুমা।
আরও শুনুন: ‘বিয়ের আগে যৌনতা ব্যক্তিগত বিষয়’, আলিয়াকে নিয়ে মশকরার আবহে সপাট দিয়া মির্জা
আসলে একে অপরের সঙ্গে মানিয়ে নিতে না পারলেই ঝগড়া হয় বলে মনে করেন অভিনেত্রী। তাঁর মতে, ঝগড়ার জন্য নারী বা পুরুষ নয়, মনোমালিন্যই আসলে দায়ী। তাই কেবল মেয়েদের সঙ্গে ঝগড়ার প্রবণতাকে এক করে দেখা নিয়েই এবার বলিউড সমালোচকদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হুমা কুরেশি।