এই যুগ সোশ্যাল মিডিয়ার যুগ। কেবল অভিনয় করলেই এখন আর কাজ শেষ হয় না, লাইমলাইটে থাকার জন্য সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো হাজির থাকতে হয় নায়ক নায়িকাদের। বলিউড আইকনরা নিঃসন্দেহে একেকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। যাদের মোট আয়ের বেশ কিছুটা আসে সোশ্যাল মিডিয়া থেকে। তা ঠিক কতটা? আর এই আয়ের দিক থেকে কারা এগিয়ে, নায়ক নাকি নায়িকারা? আসুন জেনে নিই।
মানুষ সামাজিক জীব। আর সোশ্যাল মিডিয়া মানুষের সামাজিকতা রক্ষার কাজটা অনেকটাই সহজ করে দিয়েছে। কে কোথায় কী করছে জানার জন্য আপনি সরাসরি সেই ব্যক্তি বা সংস্থার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঢুঁ মারলেই সবটা জানতে, বুঝতে পারবেন। সাধারণ মানুষ থেকে তাবড় তাবড় সেলেব্রিটি, সবাইকেই পাবেন এই বাজারে। এত অ্যাকাউন্টের ভিড়ে বিজ্ঞাপন সস্থাগুলিও তাদের ফায়দা তুলতে ঝাঁপায়। কে কোন ব্র্যান্ড ছেড়ে কোন ব্র্যান্ডে গেলেন, কে কত বছরের জন্য কোন হাউজের সঙ্গে চুক্তি করলেন, সেই অনুযায়ী বাড়ে কমে সেইসব ব্র্যান্ডের বাজারদরও। পাশাপাশি কোন সেলেব ব্যক্তিগত জীবনে কী পছন্দ করেন বা করেন না, তার সঙ্গে তাঁর বিজ্ঞাপনের বক্তব্যে মিল আছে কি না, তারও চুলচেরা বিশ্লেষণ করেন নেটনাগরিকরা। আর এই সব আলোচনারই খোরাক জোগায় সোশ্যাল মিডিয়া। তা দুনিয়াটাই যেখানে গিভ অ্যান্ড টেক পলিসিতে অভ্যস্ত হয়ে উঠছে, সোশ্যাল মিডিয়াও কি তার বাইরে থাকবে? সে যেমন তারকাদের থেকে যাবতীয় তথ্য উদরসাৎ করে, তেমনই আবার বিনিময়ে মোটা টাকা দামও দেয় তাঁদের। তা সেই দামের নিরিখে কোন কোন তারকা এগিয়ে আছেন, জানেন কি?
আরও শুনুন: নব্বইয়ে নগ্নতায় ঝড় তুলেছিলেন মমতা কুলকার্নি, সেদিন কে ছিলেন ক্যামেরার নেপথ্যে?
সত্যি বলতে, সোশ্যাল মিডিয়ায় নায়কদের টেক্কা দিচ্ছেন নায়িকারা। বলিউডের ভাইজান, সলমন খান তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রতি পোস্টের জন্য নেন প্রায় ৫০ লক্ষ টাকা। সেখানে রণবীর সিং নেন পোস্ট প্রতি ৮০ লক্ষ টাকার কাছাকাছি। বলিউডের কিং খান তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রতি প্রায় ১ কোটি টাকা নেন। সেখানে অনেকটা জুনিয়র হলেও আলিয়াও কিন্তু তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রতি একই টাকা নেন। সেদিক থেকে দেখলে শাহরুখকে পারিশ্রমিকের দিক থেকে ছাপিয়ে গিয়েছেন দীপিকা। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট প্রতি দীপিকা নেন দেড় কোটি টাকা। আর তাঁকেও ছাপিয়ে গিয়েছেন আমাদের মিস ওয়ার্ল্ড ২০০০ প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রতি পোস্টের জন্য তিনি নেন ১ কোটি ৮০ লক্ষ টাকা। তবে এঁদের সবার ওপরে কে রয়েছেন জানেন? তিনি মুম্বাইয়ের পাশাপাশি দক্ষিণী ছবিতে একইসঙ্গে সমান দক্ষতায় কাজ করে জনপ্রিয়তার শিখরে থাকা সামান্থা রুথ প্রভু। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট পিছু তিনি নেন ২-৩ কোটি টাকা।
আরও শুনুন: পঙ্কজ-মনোজ-নওয়াজ নন, OTT-তে কাজের জন্য সবথেকে বেশি পারিশ্রমিক কোন তারকার?
সেলিব্রিটিদের মোট আয়ের প্রায় ২০-৩০% আসে সোশ্যাল মিডিয়া থেকে। সেখানে বিজ্ঞাপনের জন্য কে কত দর হাঁকাবেন, তা অনেকাংশেই নির্ভর করে সেই সেলিব্রিটির বাজারদরের ওপর আর নির্ভর করে আমার আপনার মতো সাধারণ মানুষের ওপর, যাদের একটা একটা করে লাইক, ফলো, সাবস্ক্রিপশন জমিয়ে জমিয়ে নেট সাম্রাজ্যের টাইকুন হয়ে ওঠেন তারকারা।