সম্প্রতি একটি ছবিতে নায়ক রণবীর সিং-এর সমান পারিশ্রমিক চাওয়ার কারণে নায়িকার ভূমিকা থেকে বাদ পড়লেন দীপিকা পাড়ুকোন। কিছুদিন আগেই একটি নির্দিষ্ট অঙ্কের পারিশ্রমিক চেয়ে ট্রোলড হলেন করিনা কাপুর। আলোয় সাজানো বলিউডের আড়ালে কি এখনও জারি লিঙ্গবৈষম্যের অন্ধকার?
পরিশ্রম প্রায় একইরকমের। অথচ পারিশ্রমিকের ক্ষেত্রে তফাত থেকে যায় বেশ খানিকটা। সম্প্রতি একাধিক ঘটনাকে কেন্দ্র করে বারবার প্রকট হয়ে উঠছে বলিউডের এই বৈষম্যের দিকটি। কীরকম?
আরও শুনুন: World Breastfeeding Week: সন্তানকে প্রকাশ্যে স্তন্যদান, ছবি পোস্ট করে TABOO ভাঙার ডাক অভিনেত্রীর
সীতার ভূমিকায় অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছিল করিনা কাপুর খানকে। তার জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন তিনি। আর তাতেই বাধল গোল। পারিশ্রমিকের অঙ্ক জানাজানি হওয়া মাত্রই নায়িকার সমালোচনায় নেমে পড়লেন নেটিজেনদের একাংশ। তাঁদের বক্তব্যের ধরন এমন, যেন ‘রামায়ণ’-এর সীতার মতো একটি চরিত্রে অভিনয় করার জন্য কোনও পারিশ্রমিক চাওয়াই অন্যায়। তাই তাঁরা নিদান দিচ্ছেন, করিনা সীতার চরিত্রে অভিনয় করার যোগ্য নন। না, অভিনয়দক্ষতার জন্য নয়। ব্যক্তিজীবনে তিনি নাকি সীতার মতো ‘সংস্কারী’ নন, তাই এই ফতোয়া। ধর্মীয় সেন্টিমেন্ট জুড়ে দিতে গিয়ে অভিনেত্রীর স্বামী সইফ আলি খান থেকে শিশুপুত্র তৈমুরও তাঁদের আক্রমণের নিশানা।
আরও শুনুন: Stereotype ভাঙছে মেয়েরা, সমাজের ভাবনায় কি আসবে পরিবর্তন?
এই ঘটনার জের কাটতে না কাটতেই একইরকম বৈষম্যের মুখে পড়লেন দীপিকা পাড়ুকোন-ও। ‘গলিয়োঁ কি রাস লীলা রাম-লীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’— পরিচালক সঞ্জয় লীলা বনশালীর পর পর তিনটি ছবিতেই কাজ করেছেন দীপিকা পাড়ুকোন। এই তিন ছবিকেই সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোনের জুটি । সঞ্জয়ের পরের ছবি ‘বৈজু বাওরা’-তেও তারকা দম্পতিকেই দেখা যাবে বলে জানা গিয়েছিল। কিন্তু সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, ছবি থেকে বাদ দেওয়া হয়েছে দীপিকাকে। বাদ পড়ে যাওয়ার খবরের চেয়ে বাদ পড়ার কারণ শোনার পর নড়েচড়ে বসেছে বলি-পাড়া। রণবীরের থেকে এক টাকাও বেশি নয়, এক টাকাও কম নয়, পারিশ্রমিক হিসেবে একেবারে সমান টাকা চেয়েছিলেন তিনি। রণবীরের সমান পারিশ্রমিক দাবি করার কারণেই নাকি এই ছবি থেকে বাদ পড়লেন দীপিকা।
আরও শুনুন: নেটদুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন Pori Moni, তাক লাগাবে তাঁর জীবনের গল্প
দেখা যাচ্ছে, পারিশ্রমিকের প্রসঙ্গ থেকেই বিতর্কের শুরু। বি-টাউনে বরাবরই নায়ক এবং নায়িকাদের পারিশ্রমিকের মধ্যে ফারাক দেখা যায়। বর্তমানে বলিউডের তারকা নায়করা এক-একটি সিনেমার জন্য ৪০ থেকে ৫০ কোটি টাকা দাবি করেন। কিন্তু নায়িকাদের জন্য নির্ধারিত পারিশ্রমিক সাধারণত ৮ থেকে ১০ কোটি।
বাকি অংশ শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।