সিনেমাটার নামটাও না বেশ মিষ্টি, ‘মিমি’। নামের ভিতর কেমন একটা ‘মা’ ‘মা’ গন্ধ পাওয়া যাচ্ছে না! আসলে ছবিটাও সেই মা-কে নিয়েই।
কী কেমন আছ গো তোমরা? আবার একখানা নতুন সিনেমা দেখে ফেললুম। দেখে আবার একটা পদ্যও লিখে ফেললুম। ওই পাঁচালি পড়ি তো বিষ্যুদবার করে। সেইরকমই দু চার লাইন আর কি! তা পদ্যখানা যে তেমন হয়নি, সে আমি জানি। সিনেমাটা কিন্তু বেশ হয়েছে, জানো তো…
আরও শুনুন: Hungama 2 দেখে খোশমেজাজে Cineপিসি বলল…
সিনেমাটার নামটাও না বেশ মিষ্টি, ‘মিমি’। নামের ভিতর কেমন একটা ‘মা’ ‘মা’ গন্ধ পাওয়া যাচ্ছে না! আসলে ছবিটাও সেই মা-কে নিয়েই। গপ্পোখানা খুব যে নতুন কিছু, তা নয়। আমাদের সময়কালে একটা নাটকের কথা শুনতুম। খড়ির গণ্ডি। কোন এক বিদেশি সাহেবের লেখা গল্প নাকি সেটা। যেখানে একসময় ব্যাপারটা এরকম দাঁড়াবে যে, একটা ছেলের আসল মা কে তাই নিয়েই একটা পরীক্ষা র আয়োজন হবে। যিনি জন্ম দেছেন তিনিই মা, নাকি যিনি পেলে পেষে বড় করেছেন, তিনিই আসল মা? শেষমেশ একটা খড়ির গণ্ডি টেনে ছেলেটাকে টানাটানি করে ভাগ করার প্রস্তাব দেওয়া হবে যখন, তখন দেখা যাবে, জন্মদাত্রী মা রাজি হয়ে যায়। কিন্তু পালন করে বড়ো করা মা কিছুতেই সে কাজ করতে পারল না। তখন রায় বেরোল, এই-ই হল আসল মা। যেমন জমির মালিকানার কতাই যদি ধরো। জমি কি কেবল জমিদারের! নাকি যে জমিতে লাঙল দেয় তার! প্রশ্নখানা ছিল এরকমটাই।
আরও শুনুন: ভাগ্যের ফেরে 14 Phere দেখে Cineপিসি বলেই ফেলল…
তা এই ছবির গল্পটাও সেই একই কতা বলতে চেয়েছে। সারোগেসি নিয়ে সিনেমা তো আগেও দেখেছি। সেই যে সলমনের, ‘চোরি চোরি চুপকে চুপকে’। তো এখানেও সেই একইরকম প্রসঙ্গ। মিমি মানে কৃতি স্যানন ফিল্মের নায়িকা হতে চায়। টাকা জোগাড়ের জন্য সে গর্ভ ভাড়া দিতে রাজি হয়ে যায়। অর্থাৎ, বাপ-মা হবে এক আমেরিকান বর-বউ। আর সন্তান ধারনের কষ্ট করবে এই মেয়েটি, অর্থাৎ কৃতি। এই পুরো কাণ্ডটা যে ঘটিয়ে তোলে, সে হল ভানু। এই চরিত্রে আছে পঙ্কজ ত্রিপাঠি। গোল বাধে যখন আমেরিকান দম্পতি সন্তান নিতে অস্বীকার করে আর পিঠটান দেয়। এরপরই, কে ওই আসল মা, সেই প্রশ্নখানা জেগে ওঠে। আর ছবি তার মীমাংসার দিকে এগোয়।
বাকি অংশ শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।