তিনি শ্রীময়ী। সংসারের সব দায়িত্ব কাঁধে তুলে নেওয়া অপমানিত এক গৃহবধূ, যিনি ছক ভেঙে মধ্যবয়সে প্রেমে পড়েন, ঘর বাঁধেন নতুন করে। হ্যাঁ, শুধু এটুকু বললেই দর্শক তাঁকে চিনে নেবেন এক লহমায়। তিনি জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। লাইমলাইটে এতদিন কাটিয়ে ফেলার পর কেমন কাটে তাঁর পুজোর দিনগুলো? সংবাদ প্রতিদিন শোনো-কে জানালেন ইন্দ্রাণী হালদার, শুনলেন চৈতালী বক্সী।
বছরের প্রায় সব দিনই বিভিন্নরকম মেকআপে সেজে ওঠেন তিনি। তাই পুজোর ক-দিন সাজগোজ বিলকুল না-পসন্দ জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের। তবে অষ্টমীতে শাড়ি কিন্তু মাস্ট। সেই দিনটায় কখনও কখনও লাল বেনারসিতে নিজেকে সাজিয়ে তোলেন ইন্দ্রাণী। নবমীতে পছন্দ করেন কালো রঙের পোশাক। আর সকালের জন্য? তখন হালকা রং-ই প্রিয় তাঁর। দুর্গাপুজোতে যদি শহরে থাকেন, তবে চুটিয়ে উপভোগ করেন পুজো। বলা ভাল, ভীষণরকম জড়িয়ে থাকেন পুজোর কাজকর্মে। যে কোনও কাজই, এমন মন দিয়ে করতেই ভালবাসেন ইন্দ্রাণী হালদার। পুজোও তার ব্যতিক্রম নয়। আর কীভাবে পুজো কাটাতে ভালবাসেন ইন্দ্রাণী? শুনে নিন সে কথাই।