রুপোলি দুনিয়ার সিরিয়াস অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। কেবল বাংলা নয়, হিন্দি সিনেমার জগতেও তিনি নিজের জায়গা করে নিয়েছেন। মজার কথা, যে বব বিশ্বাস চরিত্রটি প্রায় তাঁর সমার্থক হয়ে গিয়েছে, সেই সিনেমার ক্লাইম্যাক্স ছিল দুর্গাপুজোর শেষ দিনেই। কিন্তু বব বিশ্বাস নয়, শাশ্বত নিজে কেমনভাবে দেখেন দুর্গাপুজোকে? সংবাদ প্রতিদিন শোনো-কে জানালেন সে-কথা। শুনলেন চৈতালী বক্সী।
পুজো মানে তাঁর কাছে সুন্দর সাতদিনের ছুটি। প্রতি বছরের মতোই এবারও পুজোয় শহর ছেড়ে দূরে কোথাও শ্বাস নেবেন শাশ্বত চট্টোপাধ্যায়। পাহাড় টানছে তাঁকে।
আরও শুনুন: Durga Puja 2021: জনপ্রিয় হওয়ার মাশুল, পুজোয় মন দিয়ে মেয়ে দেখতে পারেন না রাহুল
পুজো মানে ছোটবেলার নস্ট্যালজিয়াও বটে। যখন পুজোর চাঁদা তোলা থেকে ভাসান, সবকিছুতে সক্রিয় অংশগ্রহণ ছিল শাশ্বতর। ভাসানে যাওয়া নিয়ে বাড়ির লোকের সঙ্গে রীতিমতো ঝামেলা চলত তাঁর। না খেয়ে থাকতেন, জেদ করতেন, তবুও ভাসানে যাওয়া চাই-ই। সেইসব দিনগুলো এখন খুব মিস করেন জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।