অস্কারের মঞ্চে শিরোপা জিতে নিয়েছে ভারতীয় ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। আর এই ছবি ভাবতে বাধ্য করবে খোদ কেন্দ্র সরকারকে, এবার এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। কেন এমন কথা বললেন তিনি? শুনে নিন।
অনাথ এক হস্তিশাবক রুঘুর কাহিনি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। তামিল দম্পতি বোম্মন আর বেল্লি যাঁকে উদ্ধার করে সন্তানস্নেহে বড় করে তোলেন। মানুষ ও পশুর এই সম্পর্কের কাহিনিই ঝুলিতে পুরেছে ‘অস্কার’। ডকুমেন্টারি শর্ট ফিল্মের বিভাগে সেরার খেতাব জিতে নিয়েছে এই ছবি। একইসঙ্গে সিনেমাটির প্রশংসা করেছেন দেশ বিদেশের বহু গুণীজনেরা। সে তালিকায় রয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশও। তবে শুধু প্রশংসা নয়। তাঁর দাবি, এই সিনেমা ভাবতে বাধ্য করবে খোদ কেন্দ্র সরকারকেও।
আরও শুনুন: সিনেমা নয়, সত্যি! ৪৭-এ অন্তঃসত্ত্বা মা, লজ্জা না পেয়ে বোনকে স্বাগত জানাল ২৩-এর দিদি
হঠাৎ এমন কথা কেন বললেন তিনি?
আসলে, বন্যপ্রাণ সংরক্ষণ আইন প্রসঙ্গেই এই কথা বলেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। ১৯৭২ সালে পাশ হওয়া এই আইনে হাতির বিষয়ে একটি বিশেষ অংশ রয়েছে। ৪৩ সংখ্যক ধারায় উল্লিখিত ওই অংশে বলা হয়েছে, ধর্মীয় বা ‘অন্য কোনও’ প্রয়োজনে যে কেউ হাতির মালিকানা পেতে পারেন। অবশ্য তার জন্য নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে ওই ব্যক্তিকে। তবে সেইসব শর্ত পূরণ করলে একটি হাতির ব্যক্তিগত মালিকানা পাওয়া যেতেই পারে। তা ছাড়া এই ধারা মোতাবেক হাতিকে বন্দি অবস্থায় রেখে তাকে অন্য কোথাও পাঠানোও যেতে পারে। এমনিতে দক্ষিণ ভারতে বহু মন্দিরে হাতি নিয়ে ধর্মীয় আচার পালনের রীতি রয়েছে। তাই প্রথমে এই আইন নিয়ে বিশেষ আপত্তি ছিল না কারও। কিন্তু সমস্যা তৈরি হয়, আইনে উল্লিখিত ‘অন্য কোনও প্রয়োজন’ এই শর্তটি ঘিরে। বারে বারে অভিযোগ উঠেছে, ওই শর্তের দৌলতে এই আইনের অপব্যবহার করছে কেউ কেউ। অনেকে হাতি নিয়ে ব্যবসা করছে। এমনকি হাতির উপরে অত্যাচারের অভিযোগও উঠেছে একাধিক বার। যার দরুন, আদতে সংকটের মুখে পড়ছে এই প্রাণীটি। আর সেই কারণেই, এই ধারাটির বিরুদ্ধে সংশোধনী প্রস্তাব এনেছিলেন রাজ্যসভার সদস্যরা। একইসঙ্গে ২০১০ সালে হাতিকে ‘ন্যাশনাল হেরিটেজ অ্যানিম্যাল’ হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু তা সত্ত্বেও অবস্থার উন্নতি হয়নি। আর সেই ইস্যুতেই এবার কেন্দ্রকে কটাক্ষ করলেন জয়রাম রমেশ। বন্যপ্রাণ সংরক্ষণ আইনের অসঙ্গতিগুলি নিয়ে বারবার সওয়াল করেছে বিরোধী দলগুলি। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যেন এই বিষয়টিতে নজর দেন, এই মর্মেই জোর সওয়াল করলেন কংগ্রেস নেতা।