জনপ্রিয় কোরিয়ান ব্যান্ডের ফ্যান, তার পরিচয় ‘ওমুক আর্মি’। একইভাবে বিখ্যাত তারকার ফ্যান, তাঁরও পরিচয় ‘তমুক আর্মি’। এসবের ভিড়ে আসল আর্মির জায়গা কোথায়? সম্প্রতি এই নিয়ে মামলা দায়ের হয়েছে। সেনাবাহিনীর অপমানের দাবি কার বিরুদ্ধে জমা পড়ল অভিযোগ? আসুন শুনে নেওয়া যাক।
তারকার কাছে তাঁর ভক্তরাই সম্পদ। ফ্যানের কথা ভেবে অনেক কিছুই করেন সেলেবরা। ভক্তরাও গুরুর ছবি হিট করিয়ে প্রতিদান দেয়! কিন্তু এই ফ্যানেদের জন্যই বেজায় বিপাকে পড়েছেন, দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাঁর নামে আদালতে মামলা দায়ের হয়েছে।
পুষ্পা! সিনেপ্রেমীদের এই নাম অচেনা নয়। দক্ষিণের সিনেমা হলেও গোটা ভারতেই সাড়া ফেলেছিল আল্লু অর্জুনের এই সিনেমা। তারই সিক্যুয়াল আসছে। কিছুদিনের মধ্যেই ছবিমুক্তি। স্বাভাবিক ভাবে জোরকদমে চলছে প্রচার। দেশের বিভিন্ন শহরে গিয়ে ছবির প্রচার চালাচ্ছেন কলাকুশলীরা। তাতে অবশ্যই থাকছেন আল্লু অর্জুন নিজে। সম্প্রতি এমনই এক অনুষ্ঠানে গিয়ে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছেন আল্লু। এমনিতে ফ্যানেদের নিয়ে বলতে গেলে আবেগে ভাসেন অনেক তারকাই। আল্লুও ব্যতিক্রম নন, ছবির প্রচারে গিয়ে ফ্যানেদের প্রশংসায় ভরিয়ে দেন তিনি। আবেগে ভেসে বলে ফেলেন, ‘আমার কোনও ভক্ত নেই, আর্মি রয়েছে’। শুধু তাই নয়, সেনাবাহিনীর প্রসঙ্গ টেনে ভক্তদের গুণগান গাইতে শোনা যায় তাঁকে। তাতেই বেজায় চটে যান কেউ কেউ। ভক্তরা নয় অবশ্যই, কারণ আর্মি সম্বোধন তাঁদের কাছে অচেনা নয়। তাই প্রিয় অভিনেতার থেকে এমন সম্বোধন পেয়ে তাঁরা আদতে খুশি। তবে আল্লুর আর্মি শব্দ ব্যবহার নিয়ে প্রবল আপত্তি তোলেন গ্রিন পিস এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার হার্ভেস্টিং ফাউন্ডেশনের সভাপতি শ্রীনিবাস গৌড়। সরাসরি থানায় গিয়ে পুষ্পার নামে অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর দাবি, এইভাবে ভারতীয় সেনা বাহিনীর অপমান করছেন দক্ষিণী তারকা।
তবে এই অভিযোগ মানতে নারাজ আল্লু স্বয়ং। যতই মামলা হোক, এর মধ্যে ভুল দেখছেন না তিনি। বরং সাফাই দিয়েছেন। তাঁর কথায়, এই আর্মি শব্দের ব্যবহার তিনি প্রথম শুরু করেননি। তাঁর ফ্যানেরাই এইভাবে নিজেদের পরিচয় দেয়। তাঁদের সম্মান দেখিয়েই আল্লু নিজে এমনটা বলেছেন। তবে অভিযোগ যখন জমা পড়েছে, তার বিচার তো হবেই। সেক্ষেত্রে এর প্রভাব আল্লুর নতুন সিনেমায় পড়বে কি না, তা সময় বলবে। আপাতত এই নিয়ে মাথা ঘামাতে নারাজ ছবির নির্মাতারা। যেভাবে প্রচার চলছে, তাতে একপ্রকার নিশ্চিত ভাবেই তাঁরা মনে করছেন এই সিনেমা বক্স অফিস কাঁপাবে। তাই সেদিকেই মন দিতে চান তাঁরা।