ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়ে। তাই নিয়ে বেজায় হইচই বলিপাড়ায়। এদিকে ঐন্দ্রিলা শর্মা আর সব্যসাচী চৌধুরী বিপদের একে অন্যের পাশে থেকে মন জয় করে নিয়েছে সকলের। জোড়া কাপলেই আপাতত মশগুল Cineপিসি। কী বলছেন তিনি? শুনে নেওয়া যাক।
হয়েছে কি, আদিখ্যেতা বলে শব্দখানা অনেকদিন বলিনি। তাই মাতায় আসছিল না। তা, কতা বলা শুরু করতে গিয়ে দেখলাম, এ ছাড়া আর কিচু বলা যায় না। কী আদিখ্যেতা! কী আদিখ্যেতা! আরে ওই যে ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়ের কথা বলছি গো! বলি এটা বিয়ে হচ্ছে নাকি যুদ্ধ! বাবা রে বাবা! দফায় দফায় নিয়ম বেরুচ্ছে। এই করতে পারবে না, সেই করতে পারবে না। এটা জমা দিলে তবে ঢুকতে পারবে, সেটা সঙ্গে আনলে একেবারে গেট আউট… খবরে যত এইসব দেকছি, তত মনে হচ্ছে, আদিখ্যেতার শেষ নেই। আমরা কী জানি, বিয়ে মানে একটু আনন্দ হবে, হই হট্টগোল হবে… একটু গোলমালও হবে সেই সঙ্গে… তা এরা দুজন যা শুরু করেচে, মানে একেবারে কড়া প্রহরা, যাতে মাছিও গলতে না পারে। এত নিয়মকানুন শাসন মেনে কি বিয়ের অনুষ্ঠান হয়! কে জানে বাবা! অবিশ্যি আমরা ছাপোষা মানুষ, বড় মানুষদের বিয়ের আসরের কীই-বা জানি! কত নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা আসবেন… ব্যাপারস্যাপারই আলাদা। আমরা হলুম গিয়ে আদার ব্যাপারী, জাহাজের খোঁজ পাই কই বলুন দিকি! এর মাঝে তো একবার রটে গেল, বিয়েটাই নাকি হচ্ছে না! আবার একদিন বলল, না না হচ্ছে, সব কথায় কান দিতে নিই। বড় মানুষের বিয়ে, কোনটা যে সত্যি কথা আর কোনটা গুজব– বোঝা দায় বাপু! যাকগে যাকগে, অনুষ্ঠানে যেমন ইচ্ছে তেমন হোক, সম্পক্কোটা শেষ অব্দি ঠিক থাকলেই হবে। তা বাবা ভিকি কৌশল, সিনেপিসি কী বলে জানো, বউকে ভালো রাখার কৌশলখানা যত তাড়াতাড়ি শিখে নেবে ততই মঙ্গল বাপু।
আরও শুনুন: বলিপাড়া সরগরম জনাকয় কন্যের কীর্তিতে, হাঁড়ির খবর নিয়ে হাজির Cineপিসি
আসলে কী জানো, একজন মানুষই তো আর-একজনকে ভালো রাখতে পারে। তখনই তো একজন আর একজনের সত্যিকারের সঙ্গী হয়ে ওঠে। আমাদের ঐন্দ্রিলা, সব্যসাচীর কথাই ধরো না কেন! কীভাবে ভালোবাসার মানুষের বিপদে-আপদে, সংকটের দিনে পাশে দাঁড়াতে হয়, তা এঁদের দেখে শেখা যায়।
শুনে নিন বাকি অংশ।