কতদিন ধরে তোমাদের সঙ্গে কথা বলতে না পেরে প্রাণটা আমার একেবারে হাঁসফাঁস করছে। এরই মধ্যে বলিউডের ৫ কন্যের খবর জোগাড় করে ভাবলাম আবার একটু আড্ডা দিই। তুমি হয়তো ভাবছ, হঠাৎ এই পাঁচ জনকেই কেন ধরেছি। আরে দাঁড়াও দাঁড়াও সব বলে দিচ্চি। তারপরেই দেখবে ব্যাপারখানা একেবারে জলের মতো।
আচ্ছা বলো তো, যারা সদ্য সদ্য ঘোরাঘুরি করছ, প্রেম প্রেম হবে ভাবছ ব্যাপারটা, তবে মনে রয়েছে সন্দেহ, কেউই এখনও শিওর নও, তারা একসঙ্গে বেরিয়ে সামনে হঠাৎ পরিচিত কাউকে দেখলে চট করে কী করো? একটু লুকিয়ে পড়ো তো! ঠিক সেই কাণ্ডটাই ক্যামেরার সামনে করলেন শিল্পা শেঠি। পর্ন কাণ্ড নিয়ে যে বেজায় হইচই হল, সে তোমরা জানো। এখন চরিত্রের গায়ে দাগ পড়ে যাওয়া ১২ বছরের পুরোনো বরটাকে নিয়ে শিল্পা নিজেই হয়ত শিওর হতে পারেননি, যে করবেনটা কী! তাই এয়ারপোর্টে ক্যামেরায় ধরা পড়েই শিল্পা ভাব করলেন যেন চেনেনই তাঁর বরকে, আর রাজ কুন্দ্রাও ঘোমটা দিয়ে সরে পড়ল। ঘোমটা মানে ওই যে জামার সঙ্গে লাগানো থাকে না, হুডি না কী যেন… ওই ওইটা। তা এদ্দিন আমরা নতুন বউ কি শাশুড়িকে মাথায় ঘোমটা দিতে দেখেছি। কিন্তু ১২ বছরের পুরনো বর যে এমন মেনকা মাথায় দিল ঘোমটা-র মতো লোকচক্ষু এড়াবে, কে আর জানত বাবা!
আরও শুনুন: দাবি করেছিলেন যৌনকর্মীরা, DDLJ তাই ফিরেছিল মারাঠা মন্দিরে!
আর ওদিকে আরেকজন, বিয়ে করেছিলেন নিজের থেকে ১০ বছরের ছোট এক বিদেশিকে। রাজ-শিল্পার মতো তাদের জীবনেও ডিজিটাল-আদিখ্যেতা কম ছিল না। তাদের প্রতিটা ছবি ছিল হেডলাইন। আর তার লেজ থুড়ি পদবি খসানোটাও। বিয়ের ৪ বছর কাটতে না কাটতেই বরের জোনাস পদবি খসিয়ে কি খানিকটা তরুণী হলেন প্রিয়াঙ্কা চোপড়া! তা সে তার ইচ্ছে হয়েছে রেখেছেন, ইচ্ছা হয়নি ছেঁটে ফেলেছেন। কর্তার ইচ্ছায় কর্ম। বছর চারেকে অনেক কিছুই পুরোনো হয়। যেমন বর থুড়ি বিদেশি পদবি ইত্যাদি প্রভৃতি। কথা হল, রাখাই বা কেন আর ছাড়াই বা কেন! রকমসকম বোঝা দায়!
আরও শুনুন: শুটিংয়ে অন্তর্বাসের ভিতর ঢোকানো হবে হাত… প্রযোজকের কথা শুনে কেঁদেই ফেলেছিলেন উরফি
এই বিদেশ বলতে মনে পড়ল জানো, আমাদের নেহা কক্কর এই তো সেদিন বিয়ে করল, তাও দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল তবু রোম্যান্স যেন শেষই হচ্ছে না যুগলের। একেবারে আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে ঠোঁটে ঠোঁট! সেই ছবি আবার পোস্টও করেছে সোশ্যাল মিডিয়াতে। এদের সবকিছুতেই একটু বাড়াবাড়ি। টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে এসেও বিয়ে নিয়ে সে কি হইহল্লা! তা মাখোমাখো সময় কাটছে, সে ভালো কতা। শুধু একটা জিনিসই বলা, মা নেহা কক্কর… এতকিছু করে যেন আবার ঠোক্কর খেও না যেন।
বাকি অংশ শুনে নিন।