গভীর রাতে একা ঘরে সানি লিওন। আর সেখানেই হাজির অন্য কেউ। তবে মানুষ নয়, কোনও অশরীরী! তার পাল্লায় পড়ে কী হয়েছিল তারকার? কেবল সানি নন, এমন অভিজ্ঞতা হয়েছে আরও অনেক তারকারই। শুনবেন সে গল্প?
ভূত আছে না নেই? সে কথা নিয়ে বিস্তর তর্ক। তবে ভূতের গল্প কিন্তু আছে। ভূত দেখেছেন, এমন অভিজ্ঞতার গল্পও করেন অনেকেই। আর সেই তালিকায় সানি লিওন থেকে রিহানা, কে নেই! ভূতের খপ্পরে পড়ে কী হয়েছিল এই তারকাদের? শুনে নেওয়া যাক সে গল্প।
একসময়ের পর্ন তারকা, পরে রুপোলি পর্দাতেও আনাগোনা- সানি লিওনের শরীরী হিল্লোলে বুক কাঁপে তাবত দর্শকের। কিন্তু কে জানত, তাঁর আকর্ষণ এড়ানোর সাধ্য ভূতেরও নেই! স্প্লিটসভিলার শুটিং-এ তখন রাজস্থানে রয়েছেন সানি লিওন। সেই সময়েই, একদিন মাঝরাতে হঠাৎই তিনি অনুভব করেন তাঁর শরীরে কোনও শক্তি নেই। হাজার চেষ্টা করেও বিছানা থেকে উঠতে পারছেন না। প্রথমটায় মনে হয়েছিল মনের ভুল। কিন্তু খানিক পরেই মনে হয়, তাঁকে কেউ চেপে ধরে রেখেছে বিছানায়। ঘরে কেউ ছিল না ঠিকই, তবে কারও উপস্থিতি যেন অনুভব করতে পারছিলেন তিনি। একবার নয়, সে রাতে নাকি বারবার এমন পরিস্থিতির শিকার হয়েছিলেন সানি লিওন।
রিহানাকেও তাঁর পোশাক আর উপস্থিতির কারণে দুনিয়া চেনে সাহসী বলেই। সেই রিহানাও নাকি লস অ্যাঞ্জেলসের একটি বিশেষ হোটেলে যেতে ভয় পান। শ্যাটো মারমঁত নামের এই হোটেলটি ভূতুড়ে বলে কুখ্যাত। এক সাক্ষাৎকারে রিহানা সাফ বলেছিলেন, ওখানে ভূতের উপস্থিতি টের পাওয়া যায় রীতিমতো। আর ভূতে ভয় পান বলেই তিনি ওই হোটেলে রাত্রিবাস করতে নারাজ।
একা ঘরে ভৌতিক উপস্থিতি টের পেয়েছিলেন নাকি বিপাশা বসুও। তিনি জানিয়েছিলেন, মুকেশ মিলস-এর এক ঘরে একা ছিলেন তিনি। যদিও সেদিন শুটিং চলছিল। তবে নায়িকাকে এক ঘর থেকে অনেকটা হেঁটে অন্য ঘরে পৌঁছে সংলাপ বলতে হত। বিপাশা বলেন, প্রতিবার তাঁর মনে হচ্ছিল কেউ যেন তাঁকে বাধা দিচ্ছে। শেষ পর্যন্ত সেদিন আর শুটিংও শেষ করা যায়নি।
ভৌতিক অভিজ্ঞতার ব্যাপারে বিপাশার সঙ্গে সুর মেলাবেন তাঁর অনুজ সহকর্মী কৃতী স্যাননও। সেও এক শুটিং-এর সময়কার গল্প। নায়িকা জানিয়েছেন, দিলওয়ালে ছবির শুটিং-এর সময় তাঁর মেকআপ আর্টিস্ট ভূতের ভয় পেয়েছিলেন। দেখা গিয়েছিল, একটি প্রসাধনীর বোতল ক্রমাগত পড়ে যাচ্ছে। যদিও না টেবিল নড়ছে, না হাওয়া দিচ্ছে কোথাও। পরে নাকি তাঁর এ কথাও মনে হয়েছিল যে কেউ ঠেলে দিচ্ছে তাঁকে।
সাহসী, স্পষ্টবক্তা বলে পরিচিত তাপসী পান্নু-ও ভৌতিক অভিজ্ঞতার কথা বলেছেন। তাও আবার হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটির এক হোটেলে থাকার সময়েই। একলা ঘরে থাকার সময় পায়ের শব্দ শুনেছিলেন তিনি।
শুধু নায়িকারাই নন, ভূত অবশ্য দেখা দিয়ে গিয়েছে নায়কদেরও। বরুণ ধাওয়ান থেকে রাজকুমার রাও, ইমরান হাশমি থেকে নওয়াজউদ্দিন সিদ্দিকি, অনেকেই বলেছেন ভৌতিক অভিজ্ঞতার কথা। কেউ চিৎকার শুনেছেন, কেউ বলেছেন কোনও কিছু পড়ে যাওয়ার কথা, কেউ আবার হঠাৎ করে দরজা খোলা বন্ধ হতে দেখেছেন। আর এই সমস্ত অভিজ্ঞতা মুখে মুখে ফিরতে ফিরতেই জিইয়ে থেকেছে ভূত, কিংবা ভূতের ভয়।