ভারতীয় সেনার সঙ্গে যে বা যাঁরা টক্কর দিতে আসবে, টুকরো টুকরো হয়ে যাবে তাঁরা। এমনটাই মনে করতেন প্রয়াত সেনা-সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। বলিউড সিনেমা দেখতে রীতিমতো পছন্দ করতেন তিনি। যুদ্ধনায়কদের বীরত্বের গল্প আরও বেশি বেশি করে সিনেমায় উঠে আসুক চাইতেন রাওয়াত। একাধিক বার নানা অনুষ্ঠানে জানিয়েছেন নিজেই। বলিউড তারকাদের শোকবার্তায় উঠে এল সেসব গল্পই। শুনে নিন আপনিও।
চপার দুর্ঘটনায় বুধবার প্রাণ হারিয়েছেন দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী-সহ চপারে সওয়ার আরও ১২ জনের। বুধবার তামিলনাড়ুর কুন্নুরের কাছে ভেঙে পড়ে বায়ুসেনার এমআই-১৭ চপারটি।
দীর্ঘদিন ভারতীয় সেনাবাহিনীর হয়ে কাজ করেছেন রাওয়াত। বাড়িতে রেওয়াজই ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার। দাদু-বাবার বেছে দেওয়া পথেই হেঁটেছেন তিনিও। সাক্ষী থেকেছেন দুর্ধর্ষ সব সেনা-অভিযানের। পৌঁছেছেন ভারতীয় সেনা-বাহিনীর শীর্ষ পদেও। বিপিন রাওয়াতের অকালমৃত্যুতে রাজনৈতিক মহলের পাশাপাশি শোক জানিয়েছে বলিউডের বহু তারকাই।
আরও শুনুন: ৭০০ শিশুকে হিটলারের থাবা থেকে বাঁচিয়েছিলেন একাই, জানেন কে ইনি?
সিনেমা দেখতে পছন্দ করতেন বিপিন রাওয়াত। বিশেষত যু্দ্ধের ছবি। বলিউডে এমন ধরনের ছবি বেশি করে হওয়া উচিত বলেই মনে করতেন তিনি। বলিউড তারকাদের শোকবার্তায় উঠে এল সেই সব স্মৃতিই। সিদ্ধার্থ মালহোত্র অভিনীত শেরশাহ সিনেমার ট্রেলার লঞ্চ করা হয়েছিল কার্গিল বিজয় দিবসের দিনই। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিন রাওয়াত। শেরশাহ সিনেমাটি তৈরি হয়েছিল ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনের উপরে। ওই চরিত্রটিতেই অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মালহোত্র।
টুইটারে শোকবার্তা জানাতে গিয়ে ওই অনুষ্ঠানের কথা উল্লেখ করেছেন সিদ্ধার্থ। রাওয়াত ওই অনুষ্ঠানে জানিয়েছিলেন, বিক্রম বাত্রাকে নিয়ে সিনেমা তৈরি হওয়ায় তিনি আপ্লুত। এমন ধরনের সিনেমা আরও বেশি বেশি করে বলিউডে হওয়া দরকার। যুদ্ধনায়কদের বীরত্বের গল্প তুলে ধরা প্রয়োজন সিনেমায়। ভারতীয় সেনাবাহিনীর কথা মানুষের জানা দরকার। তাঁদের শক্তি, তাঁদের দেশের প্রতি তীব্র ভালবাসা এ সবটাই প্রকাশ্যে আসা প্রয়োজন। পাশাপাশি তাঁর বার্তা ছিল, আমাদের সঙ্গে কেউ টক্কর দিতে এলে, সে টুকরো টুকরো হয়ে যাবে।
আরও শুনুন: ‘দয়া করে এদিকে আসবেন না’… ২৬/১১-র মুম্বাই হামলায় শতাধিক মানুষের প্রাণ বাঁচায় এ ঘোষণা
টুইটারে বিপিন রাওয়াতের সঙ্গে নিজের ছবি শেয়ার করে শোকবার্তা জানিয়েছেন সলমন খান। টুইট করেছেন অনুপম খেরও। টুইটারে শোক জানিয়েছেন কঙ্গনা রানাউত, অজয় দেবগন, বরুণ ধাওয়ান, বিবেক ওবেরয়, লারা দত্ত ভূপতি থেকে শুরু করে মালাইকা অরোরা, করিনা কপূর খান-সহ বহু তারকাই।