সিনেমা মানেই রংমহল। সেখানে অভিনেতাদের বিভিন্ন চরিত্র হয়ে উঠতে দেখি আমরা। সেই চরিত্রই হয়ে ওঠে লার্জার দ্যান লাইফ। তাঁরা আমাদের হাসায়, কাঁদায়, আনন্দ দেয়। অনেকসময়ই সেই চরিত্রের পিছনের মানুষগুলোর আসল জীবনের কথা ভুলে যাই আমরা। তাঁদের হতাশা, দুঃখ, ব্যক্তিগত জীবন ঢেকে যায় গ্ল্যামারের আলোয়। আজকাল তো সোশ্যাল মিডিয়া ও পাপরাৎজিদের দৌলতে সবটাই খোলা খাতা। তবে এইসব তারকার জীবনেও রয়েছে বেশ কিছু হতাশা, না-পাওয়ার গল্প। এমন কি সেই হতাশা থেকেই গ্ল্যামার জগৎ পর্যন্ত ছাড়তে চেয়েছেন বহু তারকা। কারা রয়েছেন সেই তালিকায়, আসুন শুনে নিই।
প্রদীপের তলাতেই লুকিয়ে থাকে অন্ধকার। বলিউড তারকাদের হতাশা, মানসিক অবসাদের গল্প আজ আর কারওরই অজানা নয়। ইতিমধ্যেই হতাশা কেড়েছে বহু চেনা মুখকেও। ক্লিনিক্যাল পর্যায়ের না হলেও বহুবার হতাশার মুখোমুখি হয়েছেন বহু জনপ্রিয় তারকাই। নানা ব্যক্তিগত সমস্যা কিংবা হতাশা থেকে ছাড়তে চেয়েছেন সিনেমা।
কিছু দিন আগেই বিনোদনের জগৎ থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন বলিউড তারকা আমির খান। লকডাউনের সময় আমির উপলব্ধী করেন, সারা জীবন অভিনয়, সিনেমার জগতের পিছনেই দৌড়ে গিয়েছেন তিনি। পরিবার, সন্তানদের সময়ই দেওয়া হয়ে ওঠেনি। আমিরের মেয়ে ইরার মানসিক অবসাদের কথা সামনে এসেছে সম্প্রতি। সেই কথা উল্লেখ করে আমির জানিয়েছিলেন, পরিচালক-প্রযোজকদের স্বপ্ন, আতঙ্ক, উদ্বেগের কথাই তিনি জেনে এসেছেন এতদিন। কিন্তু মেয়ের কথা কখনও তেমন ভাবে শোনাই হয়নি। আর তাই এবার চলচ্চিত্র জগতের থেকে অবসর নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে চান বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। যদিও তাঁর এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও ও তাঁর ছেলেমেয়েরাই।
আরও শুনুন: পিতৃদত্ত নাম বদলেই বাজিমাত, চেনা তারকাদের আসল নাম তাহলে কী?
তবে শুধু আমির খানই নন, জীবনের কোনও না কোনও মোড়ে এমন কথা ভেবেছেন বহু তারকাই। ছেড়ে দিতে চেয়েছেন অভিনয়, বিদায় নিতে চেয়েছেন গ্ল্যামার বিশ্ব থেকে। কারা তাঁরা। তেমন কয়েক জন জনপ্রিয় তারকার কথাই বলব আজ আপনাদের। সেই তালিকায় প্রথমেই যাঁর কথা বলব, তাঁর নামটা শুনলে চমকে উঠবেন আপনিও।
তিনি বলিউডের বেতাজ বাদশা। ঠিকই ধরেছেন, শাখরুখ খানের কথাই বলছি। অভিনয় জীবনের গোড়ার দিকে বলিউড ছাড়তে চেয়েছিলেন তিনিও। কারণটা শুনলে তো আরও অবাক হবেন। তিনি নাকি দেখতে মোটেই ভাল নয়। যে শাহরুখ খানকে দেখতে উপচে পড়ে ভিড়, অসংখ্য নারী হৃদয়ে কাঁপন ধরানো সেই কিং খান নাকি দেখতে ভাল নয়! রাজু বন গ্যায়া জেন্টলম্যান ছবিতে নিজেকে দেখে তেমনটাই নাকি মনে হয়েছিল শাহরুখের। এমনকি বলিউড ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি।
বলিউডের ব্লু আইড বয় হৃত্বিক রোশন। তিনিও রয়েছেন এই তালিকায়। কহো না পেয়ার হ্যায়’ ছবির অমন মারকাটারি জনপ্রিয়তার পরেও অভিনয় ছাড়ার কথা ভেবেছিলেন হৃত্বিক। মাঝখানে একটা সময় হাঁটুতে চোট পেয়ে এতটাই কাবু হয়ে পড়েন অভিনেতা যে ভেবেই নিয়েছিলেন, তাঁর দ্বারা আর সিনেমা করা সম্ভব হবে না। সাত মাস ধরে লাগাতার ট্রিটমেন্টের পরেও কোনও লাভ হচ্ছিল না। হতাশ হয়ে বিকল্প কেরিয়ারের কথা ভাবতে শুরু করেন হৃত্বিক। হয়তো গান গাইতেন, কিংবা ছবি পরিচালনা করতেন! তবে অতদূর যেতে হয়নি অভিনেতাকে। পায়ের চোট সারিয়ে ফের অভিনয়েই মন দিতে দেন তিনি।
তার পর ধরুন ক্যাটরিনা কাইফের কথাই। ‘নমস্তে লন্ডন’ সিনেমায় নিজেকে দেখে একেবারেই ভাল লাগেনি তাঁর। ভেবেছিলেন, হবে না এসব তাঁর দ্বারা! পরবর্তীকালে অবশ্য নিজেকে প্রমাণ করেই ছেড়েছেন ক্যাটরিনা।
ক্যাটরিনার মতো অভিনয় ছাড়তে চেয়েছিলেন শিল্পা শেট্টিও। একটা সময় একাধিক ভাল ছবি করার পরেও কেবল প্রত্যাখ্যানই জুটছিল ভাগ্যে। একটা সময় হাল ছেড়ে সিনেমার জগত থেকে অবসর নেওয়ার কথা ভাবেন এই অভিনেত্রীও।
আরও শুনুন: আক্রান্ত সেরিব্রাল পালসিতে, অভিনয়ও সেই চরিত্রে, ‘জলসা’র খুদে অভিনেতার প্রশংসায় সিনেমহল
সেই তালিকায় রয়েছেন বিগ বি জুনিয়রও। একটা সময় তাঁর মনে হয়েছিল, বড়সড় ভুলই করে ফেলেছেন তিনি এই ইন্ডাস্ট্রিতে এসে। কেরিয়ারের শুরুতে বেশ হতাশায় ভুগেছেন অভিষেক বচ্চন। সে সময় অবশ্য তাঁকে মনের জোর জুগিয়েছিলেন বাবা অমিতাভ বচ্চন। তার পরেই ঘুরে দাঁড়ান অভিষেক।
অভিনয় ছাড়তে চেয়েছিলেন নার্গিস ফকরিও। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন নিজেই। মাঝখানে লম্বা ছুটিও নিয়েছিলেন গ্ল্যামারের দুনিয়া থেকে। সে সময় একটা বড় সময় হতাশায় ভুগতেন নার্গিস। তবে সেই অন্ধকার সময় কাটিয়ে ফের বলিউডে কাম ব্যাক করেছেন এই অভিনেত্রী।