বিয়ের অনুষ্ঠানেই নববধূর উপরে ঝাঁপিয়ে পড়েছেন স্বামী। জোর করে লিপ্ত হয়েছেন সঙ্গমে। আর সেই দৃশ্য নিয়েই সরগরম দর্শকমহল। ওই দৃশ্যে অভিনয় করা নিয়েই এবার মুখ খুললেন অভিনেতা ববি দেওল। বৈবাহিক ধর্ষণ নিয়ে কী মত তাঁর, শুনে নেওয়া যাক।
এক বিয়েতে সাধ মেটেনি, একে একে তিন-তিনটি বিয়ে সেরেছেন ব্যক্তি। কিন্তু তৃতীয় বিয়ের পর তিনি যে কাণ্ড ঘটিয়েছেন, তাতে কার্যত হতবাক সকলে। দেখা যায়, বিয়ের আসরে একরকম প্রকাশ্যেই নিজের নববিবাহিতা স্ত্রীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছেন তিনি। ওই পরিস্থিতিতে এমন ঘটনার জন্য কেউই প্রস্তুত থাকেন না, কোনও সদ্যপরিণীতা তরুণী তো ননই। ফলে সঙ্গমের দৃশ্য আদতে বৈবাহিক ধর্ষণের চেহারা নিয়েই এসেছে সকলের সামনে। ‘অ্যানিম্যাল’ ছবির এই দৃশ্য নিয়েই আলোচনা সমালোচনার ঝড় বয়ে গিয়েছে দর্শকদের মধ্যে। আর এই মারাত্মক দৃশ্যে অভিনয়ের জন্য সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা ববি দেওল-ও। সেই প্রসঙ্গে এবার নিজেই মুখ খুললেন অভিনেতা।
আরও শুনুন: নায়িকা ছিলেন মধুবালা, দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের জন্য সিনেমা কোনটি জানেন?
‘অ্যানিম্যাল’ ছবিতে খলনায়ক আব্রারের চরিত্রে দেখা গিয়েছে ববিকে। যাকে এককথায় নারীবিদ্বেষী এবং অত্যাচারী বলেই দাগিয়ে দিচ্ছেন সকলে। বিশেষ করে স্ত্রীকে বৈবাহিক ধর্ষণ করার মতো একটি দৃশ্যে কেন অভিনয় করলেন তিনি, উঠছে এমন প্রশ্নও। তবে এর আগেই ববিকে সম্পূর্ণ সমর্থন করেছিলেন তাঁর পর্দার স্ত্রী মানসী তক্ষক। তাঁর সাফ বক্তব্য ছিল, নিজের বিয়ের অভিজ্ঞতায় তিনি এমনটা চান না মোটেই, তবে এমনটা তো হতেই পারে। আর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন খোদ অভিনেতাও। তবে সমস্ত সমালোচনা উড়িয়ে দিয়েই ববি বললেন, বৈবাহিক ধর্ষণ হোক কি উগ্র নারীবিদ্বেষ, তার দায় তো আসলে চরিত্রের। তিনি নিজে সেখানে অভিনয় করেছেন মাত্র। আর অভিনয়ের ক্ষেত্রে কোনওরকম উচিত অনুচিতের বিচার করতে তিনি চান না। কারণ সমাজে সব ধরনের লোকই দেখতে পাওয়া যায়। তবে এই চরিত্রে বা ওই বিশেষ দৃশ্যে অভিনয় করতে যে তাঁর নিজের কোনও অস্বস্তি হয়নি, সে কথা অবশ্য খোলা গলায় জানিয়েছেন ববি দেওল। উপরন্তু ওই চরিত্রটিকে খল নয়, আদতে রোমান্টিক বলেই ভাবতে চাইছেন তিনি। যেহেতু আব্রারের তিন জন স্ত্রী ও একাধিক সন্তান রয়েছে, সুতরাং সে তার পরিবারকে ভালবাসে বলেই মত অভিনেতার। আর সেই কারণেই এই চরিত্রের প্রতি একতরফা সমালোচনা মেনে নিতেও আপত্তি জানালেন ধর্মেন্দ্র-পুত্র।