শেকসপিয়র বলেছিলেন ‘নামে কী-ই বা আসে যায়’। তা সে তিনি যাই বলুন না কেন, নাম নিয়ে স্পর্শকাতরতা রয়েছে কম বেশি অনেকেই। যদিও প্রায়শই আমরা বলে থাকি, অমুকটা না হলে নাম বদলে দেব। তবে তেমন কোনও প্রতিজ্ঞা না নিয়েই পিতৃপ্রদত্ত নাম বদলে ফেলেছেন এঁরা। বি-টাউনের নামের আড়ালে চাপা পড়ে গিয়েছে সেই সব পরিচয়। কারা বলিউডে এন্ট্রি নিয়েছেন নাম পাল্টে? শুনে নিন।
নিজের নাম ঘিরে মানুষের স্পর্শকাতরতারও শেষ নেই। নামের উচ্চারণে একটুও খামতি মোটেও পছন্দ করতে চান না কেউ কেউ। তবে বি-টাউনে ঢোকার আগে সেই নামকেই বিসর্জন দিতে হয়েছে বেশ কয়েক জনকে। ওই যে বলে রূপোলী পর্দা বড় বিষম বস্তু। সেখানে নাম করতে গিয়ে কত মানুষকে কত কী ছাড়তে হয়, আর এ তো সামান্য নাম। বহু তাবড় অভিনেতারাই সিনেমা জগতে পা রাখার আগে আইনি কাগজপত্রেই ফেলে এসেছেন সেই আসল নামখানা। কেউ মেনেছেন নিউমেরোলজি, কেউ বা আবার ভেবেছেন, স্বনামে খ্যাতি আসবে না তেমন। তাই বদলে ফেলতে হয়েছে গোটা নামটাই।
আরও শুনুন: শখের বলিহারি! রকমারি সাবান জমাতে ভালবাসেন বলিউডের ভাইজান
আর সেই তালিকায় প্রথমে যাঁর কথা বলব, তিনি একটা বড় সময় ধরে বলিউড শাসন করেছেন। বয়সের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন সেই বলিউডি অ্যাকশন হিরো। ঠিকই ধরেছেন, আমরা কথা বলছি ‘খিলাড়ি’ অক্ষয় কুমারকে নিয়ে। তাঁর আসল নাম রাজীব হরি ওম ভাটিয়া। মহেশ ভাট পরিচালিত ‘আজ’ সিনেমায় একটি ক্যামিও চরিত্র দিয়ে বলিউডে পা রেখেছিলেন অক্ষয়।
‘ঢাই কিলো কা হাত খ্যাত’ সানি দেওয়লের আসল নামটা কিন্তু অনেকেই জানেন না। ১৯৮৩ সালে ‘বেতাব’ ছবি দিয়ে কেরিয়ার শুরু করেন ধর্মেন্দ্রপুত্র। তাঁর আসল নাম ছিল অজয় সিংহ দেওয়ল। তার পর ধরা যাক ছোটে নবাবের কথাটাই। শর্মিলা ঠাকুর আর মনসুর আলি খান পতৌদির ছেলে সইফ আলি খানের কথাই বলছি। তাঁরও আসল নাম কিন্তু সইফ নয়। বরং তাঁর নাম ছিল সাজিদ আলি খান। বলিউডে এসে নাম বদলে ফেলেন তিনিও।
আরও শুনুন: এই ছবির শুটিং করতে গিয়ে স্মৃতিশক্তিই হারিয়ে ফেলেছিলেন কাজল! কী সিনেমা জানেন?
বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখার নামও কিন্তু বদলে গিয়েছিল রূপোলি পর্দায় পা দিয়েই। তাঁর আসল নাম ভানুরেখা জেমিনি গণেশন। সেই তালিকায় রয়েছেন সুপারস্টার শ্রীদেবীও। জন্মের সময় তাঁর নাম রাখা হয়েছিল শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পন। তিনিই প্রথম মহিলা অভিনেত্রী, যার নামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল সুপারস্টার তকমা।
বলিউডের অন্যতম ব্যতিক্রমী অভিনেত্রী টাবু। তাঁর আসল নাম ছিল তবুসুম হাশমি। বলিউডে আসার আগে নিজের নামটিকে কেটেকুটে নিয়েছিলেন তিনি। ‘বাজিগর’ খ্যাত শিল্পা শেট্টির নাম ছিল নাকি অশ্বিনী। শিল্পার মা সুনন্দা, বলিউডে আসার আগে মেয়ের নাম বদলে শিল্পা করে দেন। আসলে সুনন্দা পেশায় একজন জ্যোতিষী। তাঁর মনে হয়েছিল, ওই নাম নিয়ে বলিউডে ঠিক যুঝে উঠতে পারবেন না অভিনেত্রী। গালের পাশে মিষ্টি টোল, বাবলি লুক নিয়ে একের পর এক ভক্তের মন কেড়েছেন যিনি, সেই প্রীতি জিন্টার আসল নাম জানেন? তাঁর আসল নাম প্রীতম সিং জিন্টা।
ওয়েব সিরিজের দৌলতে সানি লিওনির আসল নাম এখন প্রায় সকলেরই জানা। তাঁর জন্ম ওন্টারিওতে একটি শিখ পরিবারে। খুব কম বয়সে প্রাপ্তবয়স্কদের ছবিতে পা রাখেন সানি। তাঁর আসল নাম করণজিৎ কউর ভোহরা। নিজের ভাইয়ের নাম থেকে অনুপ্রাণীত হয়ে নিজের নাম রেখেছিলেন সানি।
বাকি অংশ শুনে নিন।