কাশ্মীর ফাইলস তো ব্যবসা করেছে, কিন্তু তার লাভ থেকে ক’টাকা মিলেছে কাশ্মীরের দুঃস্থ হিন্দুদের? এই প্রশ্নেই এবার পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে তোপ দাগলেন বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখ। ঠিক কী বলেছেন তিনি? আসুন, শুনে নেওয়া যাক।
বক্স অফিসে যতই লাভ করুক না কেন, ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিতর্ক থামার নাম নেই। সেই তালিকায় এবার নিজের নাম জুড়লেন বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখ। সরাসরি ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর প্রতিই তিনি প্রশ্ন ছুড়েছেন, কাশ্মীরি পণ্ডিতদের কথা বলেছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’, ছবির সূত্রে বিপুল লাভও এসেছে প্রযোজক-পরিচালকের ঘরে, কিন্তু সেই লাভের কতটুকু অংশ ওই হিন্দুদের ভাগ্যে জুটল?
আরও শুনুন: মহিলারা যে সিনেমা ভালোবাসেন সেটাই সুপারহিট, সাফল্যের ‘সিক্রেট’ জানালেন নাসিরুদ্দিন শাহ
এমনিতেই ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির বিষয়বস্তু নিয়ে নানা মুনির নানা মত। কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের উপর আক্রমণ এবং তাঁদের উচ্ছিন্ন হওয়ার যে গল্প এ ছবিতে তুলে ধরা হয়েছে, তাকে প্রোপাগান্ডা বলে ছবির নির্মাতাদের কটাক্ষ করেছেন অনেকেই। এর আগে খোদ আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল যেমন বলে বসেছিলেন, কাশ্মিরী পণ্ডিতদের যন্ত্রণাকে সামনে রেখে কেউ কেউ ব্যবসা করছেন, আর বিজেপি নিজের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করছে। তিনি আরও বলেছিলেন যে, তিনি নিজে এই ক্ষেত্রে ছবি না বানিয়ে, পণ্ডিতদের ভিটেমাটি ফিরিয়ে দিতে সচেষ্ট হতেন। এবার যেন অনেকটা একই সুরে বিবেক অগ্নিহোত্রীকে বিঁধলেন আশা পারেখও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল, তিনি ‘দ্য কাশ্মীর ফাইলস’ বা ‘দ্য কেরালা স্টোরি’ দেখেছেন কি না। দুটি ছবি নিয়ে ইদানীং কালে বড় বিতর্ক হয়েছে, রাজনৈতিক প্রোপাগান্ডার অভিযোগও উঠেছে ছবি দুটির বিরুদ্ধে, তবে তারপরেও ছবি দুটির লাভের খাতায় ঘাটতি পড়েনি। এই প্রশ্নের উত্তরে বর্ষীয়ান অভিনেত্রী পালটা প্রশ্ন করেন, এই ছবি থেকে মানুষ কী পাচ্ছে? এরপরে আরও এক ধাপ এগিয়ে তিনি স্পষ্ট করে দেন, কাশ্মীরের মানুষ কী পেয়েছে? কাশ্মীর ফাইলস থেকে ৪০০ কোটি টাকা পেয়েছেন বিবেক অগ্নিহোত্রী, যিনি একইসঙ্গে এ ছবির প্রযোজক ও পরিচালক। তার থেকে কিছু অংশ নাহয় পরিবেশকের পাওয়ার কথা। কিন্তু যাদের দুঃখ দুর্দশার কথা তাঁরা বলেছেন, সেই কাশ্মীরি হিন্দুদের ভাগ্যে কী জুটেছে? যাদের কাছে এখনও জল নেই, আলো নেই, তাদের অন্তত ৫০ কোটি টাকাও তো দেওয়া যেত- এমনটাই বলছেন আশা পারেখ।
আরও শুনুন: শাহরুখের হাতে যদি থাকত দেশ চালানোর ভার, কী কী বদলে দিতেন পর্দার নায়ক?
বিজেপি সরকারের আমলে ২০২০ সালে দাদাসাহেব ফালকে সম্মান পেয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। কিন্তু সেই সম্মানের জেরে স্পষ্ট কথায় লাগাম টানতে রাজি নন তিনি। আর এবার বিবেক অগ্নিহোত্রীকে প্রশ্ন করে সে কথাই বুঝিয়ে দিলেন আশা পারেখ।