জগৎসভায় সেরার আসনে বাঙালির ঠাঁই মেলে আজও, নতুন করে বুঝিয়ে দিলেন কলকাতার মেয়ে অনসূয়া সেনগুপ্ত। বিশ্বসেরার সম্মান হাতে নিয়ে গড়লেন ইতিহাস। ‘কান’-এর স্বীকৃতিতে আরও একবার গর্বে বুক ভরল বাঙালির।
কানের রেড কার্পেটে জয়জয়কার বাঙালির। তার প্রাপ্তির মুকুটে নতুন পালক জুড়ে দিলেন কলকাতার মেয়ে অনসূয়া সেনগুপ্ত। বিশ্বের মঞ্চে জিতে নিলেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। কেবল বাঙালি বলে নয়, প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবেও সেরার শিরোপা এল অনসূয়ার দখলে। তাঁর হাত ধরেই, আরও একবার জগৎসভায় মাথা উঁচু করে দাঁড়াল গোটা দেশ।
আরও শুনুন:
ভোটেও তিনি শাহেনশাহ্! বিরোধীর পা ছুঁয়ে প্রণাম, রেকর্ড মার্জিনে জিতেছিলেন বিগ বি
৭৭তম কান চলচ্চিত্র উৎসব এমনিতেই দেশের কাছে অন্য তাৎপর্য বয়ে আনছিল। মুক্তির ৪৮ বছর পরে, এবারই কানে বিশেষভাবে প্রদর্শিত হয়েছে শ্যাম বেনেগালের ছবি ‘মন্থন’। তা ছাড়া বিভিন্ন বিভাগে মনোনয়নের তালিকায় রয়েছেন ভারতের একাধিক কলাকুশলী। কিন্তু সবকিছু ছাপিয়ে বিশ্বসেরার পুরস্কারটি হাতে তুলে নিয়ে চমকে দিলেন অনসূয়া। তাঁর ‘দ্য শেমলেস’ ছবির জন্যে ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন কলকাতার এই মেয়ে। বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যান্টিন বোজানোভের ‘দ্য শেমলেস’ ছবিতে উঠে এসেছে একজন যৌনকর্মীর কথা। দিল্লির একটি পতিতাপল্লিতে এক পুলিশকে হত্যা করে পালিয়েছিল সেই মেয়ে। রেণুকা নামের সেই মেয়েটির চরিত্রেই অভিনয় করেছেন অনসূয়া। আর মাত্র চারদিনে শ্যুট করা এই ছবিই অনসূয়াকে এনে দিল বিশ্বসেরার পুরস্কার।
আরও শুনুন:
শাহরুখকে সাজিয়েছেন ‘জওয়ান’, রণবীরকে ‘খিলজি’, বলিউডকে বদলে দিয়েছে প্রীতি-ছোঁয়া
কলকাতার লেক গার্ডেন্সের মেয়ে অনসূয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পড়ুয়া। বাংলা ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। অঞ্জন দত্তের ‘ম্যাডলি বাঙালি’ ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকের। এখন অবশ্য অভিনয়ের পাশাপাশি তিনি হাত পাকিয়েছেন সিনেমার প্রোডাকশন ডিজাইনার হিসেবেও। তবে এসব কিছুর মধ্যে একেবারে কানে পৌঁছে যাওয়া অনসূয়ার কাছেও অবিশ্বাস্যই ঠেকছে। যা আগে কখনও হয়নি, সেই অসাধ্য সাধনটিই তিনি করে ফেলেছেন যে! আর তাঁরই সঙ্গে এবার কানের রেড কার্পেটের আলো গায়ে মেখে নিল বাংলাও।