যৌন হেনস্তার অভিযোগে বিনোদুনিয়া তোলপাড়। কানাঘুষো ছিলই, এবার যৌন হেনস্তার অভিযোগ নিয়ে প্রকাশ্যেই মুখ খুলছেন অভিনেত্রীরা। এই আবহেই এবার এক অভিনেত্রী জানালেন, কীভাবে সিনেমার প্রিমিয়ারেই আপত্তিকর ছোঁয়ার শিকার হয়েছিলেন তিনি।
মেয়ের শরীর যেন তার নিজের নয়। যে কেউ, যখনতখন তা ছুঁয়ে ফেলতে পারে নির্দ্বিধায়। সেই ছোঁয়ায় মেয়ে বিপন্ন হবে, কিন্তু লজ্জার ভয়ে মুখ খুলতেও পারবে না, এমনটাই তাকে শিখিয়েছে সমাজ। কিন্তু দিন বদলাচ্ছে। সমাজের ঠিক করে দেওয়া সেই বিধান আস্তে আস্তে নাকচ করছেন অনেক মেয়েরাই। তাঁদের দেখে আরও অনেকে সাহস পাচ্ছেন, আপত্তিকর স্পর্শের পালটা গলা তুলে জানিয়ে দিচ্ছেন, তাঁদের শরীরে অধিকার কেবল তাঁদেরই, যে কেউ চাইলেই সেখানে অধিকার কায়েম করতে পারে না। আপাতত এই প্রতিবাদের সুরই শোরগোল তুলেছে বিনোদনের জগতেও। অনেক অভিনেত্রীই খোলাখুলি জানাচ্ছেন, কীভাবে হেনস্তার শিকার হয়েছেন তাঁরা। আর এই আবহেই প্রতিবাদী সুরে মুখ খুললেন ধর্মেন্দ্র ও হেমা মালিনীর কন্যা এষা দেওল। জানালেন, সপাট চড়েই হেনস্তার উত্তর দিয়েছিলেন তিনি।
কী ঘটেছিল আসলে? সম্প্রতি নিজেই সে কথা জানিয়েছেন এষা।
আরও শুনুন:
যৌন হেনস্তায় অভিযুক্ত ডিরেক্টরেরা! শাহরুখ বলেছিলেন, মহিলা পরিচালকের সঙ্গে কাজ করাই ভালো
অভিনেত্রী বলেছেন, একবার সিনেমার প্রিমিয়ারেই আপত্তিকর ছোঁয়ার সম্মুখীন হয়েছিলেন তিনি। সেটা ২০০৫ সাল। পুনে-তে ‘দস’ সিনেমার প্রিমিয়ার চলছে। সেখানে কেবল এষা দেওল নন, হাজির সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, সুনীল শেঠি সহ ছবির তাবড় তারকারা। তাঁদের ঘিরে সিনেপ্রেমী জনতার ভিড়। আর সেই ভিড় থেকেই কোনও ব্যক্তি আপত্তিকরভাবে ছুঁয়েছিল এষাকে।
প্রশ্নটা এখানেই। সিনেমার তারকা কিংবা কোনও নামী মানুষকে ঘিরে জনতার মধ্যে বিস্ময় সম্ভ্রম মেশানো দূরত্ব কাজ করে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে বোধহয় সবকিছু ছাপিয়ে জেগে ওঠে তার লিঙ্গপরিচয়। সে মেয়ে যতই সফল হোক, সম্মানিত হোক, তাকে নিছক একটা শরীর বলেই দেখে অনেকে। আর তাই তাকে ছুঁয়ে দিতেও দুবার ভাবতে হয় না। এমনকি সেদিন অত বাউন্সারের মাঝেও এই কাজ করতে থমকায়নি ওই পুরুষ। তবে এষা জানাচ্ছেন, তিনিও ছেড়ে কথা বলেননি। সঙ্গে সঙ্গে ওই পুরুষটির হাত ধরে ফেলেন তিনি। তাকে ভিড় থেকে টেনে বের করে এনে সপাটে চড় মারেন এষা। তাঁর সাফ কথা, এই ধরনের পরিস্থিতিতে মেয়েদের প্রত্যাঘাত করাই উচিত। কেবল গায়ের জোর বেশি মনে করে কোনও পুরুষ সুযোগ নেবে, এমনটা হতে পারে না। এমনিতে হঠকারী বা বদমেজাজি না হলেও, সেদিন তাই প্রয়োজনীয় প্রতিক্রিয়াটুকু দিতে থামেননি এষা দেওল।