নাচে-গানে-অভিনয়ে দর্শককুলকে হাসতে-কাঁদতে কিংবা ভালবাসতে শেখান তারকারা। তাঁদের এক ঝলক সামনে থেকে দেখার আশায় ভক্তেরা কত কিছুই না করেন! শুধু যে পর্দায় বা মঞ্চেই তাঁরা ম্যাজিক করেন, এমনটা নয়। তাঁদের কাজ বিভিন্ন সময় গড়েছে বিশ্বরেকর্ডও। নাম উঠেছে গিনেস বুকে। লতা মঙ্গেশকর থেকে অমিতাভ বচ্চন, শাহরুখ খান থেকে ক্যাটরিনা কাইফের নাম আছে গিনেস বুকে। কিন্তু কেন জানেন? আসুন আজ জেনে নিই তাঁদের সেই বিরল কৃতিত্বের কথা।
তাঁদের কারও অভিনয়ে আমরা মুগ্ধ। কেউবা আবার সুরে সুরে আমাদের আবিষ্ট করে রেখেছেন। কাজই তাঁদের নিয়ে গিয়েছে খ্যাতির শিখরে। এমনকী কখনও কখনও তাঁদের নাম উঠেছে গিনেস বুকেও। তার কারণগুলোও বেশ চমকপ্রদ। আসুন, এক এক করে শুনে নেওয়া যাক, আমাদের খুব চেনা কয়েকজন তারকার দখলে আছে কোন কোন বিশ্বরেকর্ড।
প্রথমেই বলা যায় যাঁর কথা, তিনি ভারতের নাইটেঙ্গল। ঠিক ধরেছেন, সদ্য প্রয়াত লতা মঙ্গেশকরের কথাই বলছি। না, তাকে শুধু বলিপাড়ার তারকা বলা যায় না। তিনি সারা দেশেরই সম্পদ। সেই লতা মঙ্গেশকরের নাম ১৯৭৪ সালে উঠেছিল গিনেস বুকে। সব চেয়ে বেশি সংখ্যক গান রেকর্ডের জন্য পেয়েছিলেন এই স্বীকৃতি। পরবর্তীতে অবশ্য এর বদল হয়েছিল বলেও জানা যায়।
আরও শুনুন: পুনর্জন্মে এই দেশের মাটিতেই আবার ফিরতে চেয়েছিলেন সুরের সরস্বতী
তার পরেই যাঁর কথা বলব, তিনি বলিউডের শাহেনশাহ। তবে অভিনয়ের জন্য নয়, তিনি গিনেস বুকে নাম তুলেছেন গান গেয়ে। তিনিই একমাত্র তারকা যিনি ‘হনুমান চালিশা’ গেয়েছেন। সেই গানটির সুরকার ছিলেন বিশাল-শেখর জুটির শেখর।
শাহেনশাহের পরে তালিকায় রয়েছেন বলিউডের ‘বেতাজ বাদশা’। গিনেস বুকে নাম রয়েছে তাঁরও। কেন জানেন? না, অভিনয় নয়, রেকর্ড গড়েছে তাঁর ২০১৩ সালের উপার্জন। ওই বছর সব মিলিয়ে ২২০.৫ কোটি টাকা আয় করেছিলেন শাহরুখ খান। সে বছর ফোর্বসের তালিকাতেও জায়গা করে নিয়েছিলেন কিং খান। আয়ের দিক দিয়ে গিনেস বুকে নাম তুলেছেন ক্যাটরিনা কাইফও। ২০১৩ সালে আনুমানিক ৬৩.৭৫ কোটি টাকা উপার্জন করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনিও।
ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র আশা ভোঁসলেরও নাম রয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। ২০টি ভারতীয় ভাষায় সব মিলিয়ে ১ লক্ষ ১০ হাজার গান গেয়েছেন তিনি। তাঁর মধ্যে রয়েছে একক, দ্বৈত এবং সমবেত সঙ্গীত। আর তাতেই রেকর্ড গড়েছেন এই কিংবদন্তি শিল্পী।
আরও শুনুন: সামান্থা থেকে রশ্মিকা – তাক লাগানো পারিশ্রমিক এই দক্ষিণী নায়িকাদের
গিনেস বুকে বিরল রেকর্ড রয়েছে গায়ক কুমার শানুরও। একই দিনে মোট ২৮টি গান রেকর্ড করে গিনেস বুকে রেকর্ড গড়েছেন তিনি। ১৯৯৩ সালে ঘটেছিল এই আশ্চর্য ঘটনা।
সবশেষে যার নাম বলব, তিনি বলিউডের অন্যতম পরিচিত অভিনেতা। তিনি অভিষেক বচ্চন। না, বাবার মতো গান গেয়ে নয়, তিনি গিনেজ বুকে রেকর্ড গড়েছেন কার্যত মুখ দেখিয়ে। ‘দিল্লি সিক্স’ ছবির প্রচার চলাকালীন ১২ ঘণ্টার মধ্যে বিভিন্ন শহরে সবচেয়ে বেশি প্রচার অনুষ্ঠানে মুখ দেখিয়েছিলেন অভিষেক। যা এর আগে কখনও হয়নি।
আসলে আমাদের চেনা তারকাদেরও অনেক অচেনা কৃতিত্ব থাকে যা এমরা সচরাচর খেয়াল করি না। গিনেস বুক কিন্তু মনে রেখেছে তারকাদের সেই অসামান্য কীর্তির কথা।