এ যেন আরেক ‘স্লামডগ মিলিওনেয়ার’-এর গল্প। বস্তির এক সাধারণ মেয়ে থেকে জনপ্রিয় মডেল হয়ে উঠেছে এই কিশোরী। এমনকি তাকে দেখে মুগ্ধ হলিউডের পরিচালকও। আসুন, শুনে নেওয়া যাক তার উড়ানের গল্প।
স্বপ্ন দেখার কোনও স্থান কাল পাত্র থাকে না। বাস্তবটা যেমনই হোক না কেন, অন্যরকম স্বপ্ন দেখতেই পারে যে কেউ। তেমনই স্বপ্ন দেখেছিল এই কিশোরী। স্বপ্ন দেখেছিল যে সে একদিন মডেল হবে। কিন্তু যে পরিবেশে তার জন্ম ও বেড়ে ওঠা, সেখান থেকে সেই স্বপ্ন যে সত্যি হবে তেমনটা ভাবাও সহজ নয়। তবে কোনও কোনও স্বপ্ন তো সত্যিই সত্যি হয়ে যায়। ধারাভি বস্তির এই সাধারণ কিশোরী ভাবতেও পারেনি, একদিন সত্যিই নামী সংস্থায় মডেলিং করার সুযোগ মিলবে তার। কিন্তু বর্তমানে শুধু একজন সফল মডেলই নয়, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও হয়ে উঠেছে মালিশা খারওয়া। মাত্র বছর ১৪ বয়সেই সে একাধিক বড় সংস্থার মুখ। গোটা মুম্বই শহর জুড়েই তার নাম ছড়িয়ে পড়েছে। এমনকি তাকে দেখে মুগ্ধ হলিউডের পরিচালকও।
আরও শুনুন: হবু বরকেও গ্রেপ্তার, আর কোন অসমসাহসী কাজে নজর কেড়েছিলেন অসমের ‘লেডি সিংহম’?
আসলে ২০২০ সালে মুম্বইয়ে মালিশার খোঁজ পান হলিউড অভিনেতা ও চিত্র পরিচালক রবার্ট হফম্যান। এই কিশোরীর কথা শুনে ভাল লাগে তাঁর। সেই সূত্রেই মালিশার কাছে একাধিক বড় সংস্থায় মডেলিং করার প্রস্তাব আসে। ইতিমধ্যেই একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘লিভ ইওর ফেয়ারিটেল’-এও কাজ করা শুরু করেছে মালিশা। হফম্যান পরে সোশ্যাল মিডিয়ায় মালিশার জন্য একটি ‘গো ফান্ড মি’ পেজ তৈরি করে দেন। সেই সূত্রেই ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে মালিশা। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা ২ লক্ষ ২৫ হাজারেও বেশি। তার পোস্টগুলিতে হ্যাশট্যাগ দেওয়া থাকে, ‘প্রিন্সেস ফ্রম স্লাম’, অর্থাৎ বস্তির রাজকুমারী।
আরও শুনুন: চাকরি না করেও কোটিপতি! চমক লাগায় এই মহিলা ইউটিউবারদের সম্পত্তির পরিমাণ
সম্প্রতি বিলাসবহুল বিউটি ব্র্যান্ড ফরেস্ট এসেনশিয়ালসের নতুন রেঞ্জ, ‘দ্য যুবতী কালেকশন’ (Yuvati collection)-এর মুখ হিসেবে দেখা গিয়েছে মালিশাকে। ‘ফরেস্ট এসেনশিয়ালস’-এর তরফে মালিশার একটি ভিডিও-ও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা গিয়েছে সারা দোকান জুড়ে নিজের ছবি দেখে বেজায় খুশি ওই কিশোরী। সংস্থার কর্ণধার মীরা কুলকার্নি জানিয়েছেন, যুবতী কালেকশন কেবল মালিশাকেই নয়, তার মতো আরও অনেক কিশোর-কিশোরীর স্বপ্ন সত্যি করে তুলতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাঁদের এহেন উদ্যোগের কথা শুনে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, সাধারণত মডেল মানেই তাকে ফর্সা, সুন্দরী, ছিপছিপে চেহারার হতে হবে, এই ভাবনাকেই ভেঙে দেওয়ার সময় এসেছে। আর মডেল হিসেবে মালিশা সেই ছক ভেঙেছে বলেই মনে করছেন তাঁরা।