ভোরবেলায় স্নান সেরে, হলুদ পোশাক পরে, দেবী সরস্বতীর আরাধনায় বসার নিয়ম। পুজোর দিন হলুদ রঙের পোশাক পরা কি শুধুই ধর্মীয় বিশ্বাস নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? আসুন শুনে নেওয়া যাক।
হলুদ শাড়ি। হলুদ পাঞ্জাবি। সরস্বতী পুজো মানেই যেন হলুদ বসন্ত। সমবেত প্রার্থনার পোশাকের রং কি এমনিই হলুদ হয়ে গেল? তা নয়। আছে নেপথ্য কারণ। নাহ্ তা অবশ্য কোনও ফ্যাশন ডিজাইনার ঠিক করে দেননি। তবে মানুষের গড় অভ্যাসের আড়ালে থেকে যায় মানুষের সমবেত অভিজ্ঞতার নকশা। সেই সূত্রেই যেন সরস্বতী পুজোয় পোশাকের রং হয়ে উঠেছে হলুদ বা বাসন্তী।
:আরও শুনুন:
সরস্বতী পুজোয় গোটা সেদ্ধ খাওয়া রীতি, প্রথার ভিতরই খাবার নষ্ট না করার বার্তা?
পুজোর সময়টাও খেয়াল করার মতো। শীতের শেষ ও বসন্ত শুরু হয় হয়। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই পুজোর অপর নাম বসন্ত-পঞ্চমী। যদিও দেবী সরস্বতীর পছন্দের রং সাদা। তা সত্ত্বেও সরস্বতী পুজোর উদযাপনে হলুদ রঙেরই রাজত্ব। বসন্তের আভাসই যেন সূচিত করছে এই রং। এই তিথিতে বিষ্ণু ও কামদেবের পুজোও প্রচলিত। স্বয়ং বিষ্ণুর পোশাক হলুদ রঙেরই হয় সচরাচর। সেই সূত্রে এই রঙটি তিথির সঙ্গে মিশে যাওয়া স্বাভাবিক। তা ছাড়া দেবী সরস্বতী জ্ঞান, বিদ্যা, মেধা ও প্রজ্ঞার প্রতীক। এই যে বৌদ্ধিক পরিসর, তা চিহ্নিত করতে হলুদ রং ব্যবহার করা হয়। অতএব বিদ্যার দেবীর আরাধনায় চলে এসেছে হলুদের ব্যবহার। খেয়াল করলে দেখা যাবে, সূর্যরশ্মির রঙের মধ্যেও এই হলুদের আভাস। সূর্যের আলো তো জীবন, প্রাণের প্রতীক। অন্ধকার মুছিয়ে তা পৃথিবীকে নতুন জীবনের দিকে এগিয়ে দেয়। জ্ঞানের ক্ষেত্রেও চলে আসে আলোর উপমা। জ্ঞান আমাদের অন্ধকার তিমির থেকে উদ্ধার করে আলোর দিকে, ঈশ্বরের দিকে নিয়ে যায়। এই যোগসূত্রের স্মারক হয়ে আছে হলুদ রং। সরস্বতী পুজো যে চেতনার উন্মেষের কথা জানায়, তার সঙ্গে ওতপ্রোত হয়ে আছে সূর্যালোক ও সেই সূত্রেই হলুদ রঙের ছড়িয়ে পড়া।
:আরও শুনুন:
তিনি দেবী, আবার নদীও… এককালে কৃষির দেবী হিসেবেও পূজা পেতেন সরস্বতী
বাক্ দেবী হিসাবে সরস্বতীর পুজো প্রচলিত। আবার সরস্বতী নদীরূপেও পূজিতা। সরস্বতী পুজোর দিনেও পালিত হয় লৌকিক ব্রত, যার সঙ্গে প্রকৃতির নিবিড় যোগ। অর্থাৎ প্রকৃতি উপাসনার প্রাচীন রীতিটি বর্তমান সরস্বতী পুজোর মধ্যেই মিশে আছে। অতএব বসন্তের প্রাক্কালে এই যে আরাধনা, তাতে বসন্তের রংটিকেও যেন স্বাগত জানানো হয়েছে। আর সেই রঙের ব্যবহারের মধ্যে মিশে আছে মানুষের প্রকৃতিচেতনাই। তার সঙ্গে যোগ হয়েছে নানা রূপক। ব্যাখ্যা নানা মাত্রার হতে পারে। তবে প্রকৃতির সঙ্গে সখ্য আর অন্ধকার মুছে আলো অর্থাৎ জ্ঞানের আলোতে সভ্যতার যে বিকাশ তা সরস্বতী আরাধনার মূল কথা। সেই কথাটিই সূচিত হয়েছে রঙের ব্যবহারে- হলুদ বসন্তে।