অভিনেতা কালী বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ধারার বিভিন্ন পরিচালকের সঙ্গে কাজ করেছেন স্বচ্ছন্দে। তাঁকে শ্রদ্ধা জানিয়েই সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘চৌরঙ্গী’ পত্রিকার ‘শতবর্ষে কালী বন্দ্যোপাধ্যায়’ সংখ্যা। আসুন, শুনে নেওয়া যাক।
একই সিনেমায় অভিনয় করছেন তিন বাঁড়ুজ্জে। কালী বন্দ্যোপাধ্যায়, সত্য বন্দ্যোপাধ্যায় এবং হারাধন বন্দ্যোপাধ্যায়। সঙ্গে অনুপ কুমার। বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের মজার গল্প ‘বরযাত্রী’ অবলম্বনে লেখা হয়েছে ছবির চিত্রনাট্য। অনুপ কুমার জানাচ্ছেন, ছবিতে একটা চড় মারার দৃশ্য ছিল। মেয়ে দেখতে গিয়ে ছদ্মবেশ ফাঁস হয়ে যাওয়ার রাগে হারাধনবাবুকে চড় মারবেন কালী বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকবার শট নিয়েও ঠিক পছন্দ হচ্ছে না পরিচালকের। অভিনেতাকে বললেন, চড়টা এমনভাবে মারবেন যেন প্রমিনেন্ট হয়। ব্যস, পরিচালকের নির্দেশ শুনে এবার সজোরে এক চড় কষালেন কালী বন্দ্যোপাধ্যায়। আর এবার এক শটেই ‘ওকে’। কিন্তু পরিচালক যখন কালী বন্দ্যোপাধ্যায়ের পিঠ চাপড়ে বাহবা দিচ্ছেন, সেই সময়েই রেগে আগুন হয়ে পাশের ঘরে চলে গেলেন হারাধনবাবু। গালে পাঁচ আঙুলের অমন কালশিটে নিয়ে তিনি আর অভিনয় করতেই নারাজ।
আরও শুনুন: জোড়া গোল করেও জুটল বাবার হাতে চড়, জীবনের অন্য শিক্ষা পেলেন পিকে
কী হল তারপর? ‘চৌরঙ্গী’ পত্রিকার কালী বন্দ্যোপাধ্যায় সংখ্যায় সেই গল্পই জানা গেল অনুপ কুমারের সৌজন্যে। আবার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিণী রত্না বন্দ্যোপাধ্যায় লিখেছেন, দুই অভিনেতার মধুর সৌহার্দ্যের কথা। এখনকার কট্টর প্রতিযোগিতার দিনে কেউ কি ভাবতে পারবেন, বম্বের এক প্রযোজককে এক অভিনেতার বাড়িতে নিয়ে যাচ্ছেন আরেক অভিনেতা নিজে? হ্যাঁ, এমন বড় মাপের মানুষই ছিলেন অভিনেতা কালী বন্দ্যোপাধ্যায়। আবার অভিনেতা হিসেবেও বিভিন্ন ধারার ছবিতে অনায়াস বিচরণ ছিল তাঁর। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিংহ, তরুণ মজুমদার, অজয় কর, কার ছবিতে কাজ করেননি তিনি! অথচ এখন তাঁর অভিনীত অধিকাংশ ছবির হদিশ পর্যন্ত পাওয়া যায় না। গত বছর একরকম নিঃশব্দেই পেরিয়ে গিয়েছে তাঁর জন্মের শতবর্ষ।
আরও শুনুন: অপ্রকাশিত সাক্ষাৎকার: ক্ষোভ থেকে অভিমান – সব নিয়েই বিস্ফোরক বুদ্ধদেব গুহ, শুনেছিলেন গৌতম ভট্টাচার্য
প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে প্রকাশিত হয়েছে, শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় ‘চৌরঙ্গী’ পত্রিকার ‘শতবর্ষে কালী বন্দ্যোপাধ্যায়’ সংখ্যা। এই অন্য ধারার পত্রিকাটি এমন ব্যতিক্রমী কাজ অবশ্য ধারাবাহিকভাবেই করে চলেছে। চলতি বছরেই অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবর্ষ উপলক্ষে প্রকাশিত হয়েছিল পত্রিকার একটি সংখ্যা। কালী বন্দ্যোপাধ্যায় সংখ্যায় শিল্পীর দুটি সাক্ষাৎকার ছাড়া স্থান পেয়েছে মৃণাল সেন, তপন সিংহ, সৌমিত্র চট্টোপাধ্যায়, শম্ভু মিত্র, মনোজ মিত্র, সুপ্রিয়া দেবী, মাধবী মুখোপাধ্যায় প্রমুখের স্মৃতিচারণ। সংকলিত হয়েছে শিল্পীর অভিনীত চলচ্চিত্র, নাটক এবং বেতার নাট্যের তালিকা। শিল্পীকন্যা তাপসী গুহের সহযোগিতায় তাঁর বাসভবনেই প্রকাশিত হল আলোচ্য সংখ্যাটি।