বুদ্ধদেব গুহ-র স্মৃতিচারণায় বিনোদ ঘোষাল। শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।
বুদ্ধদেব গুহ। বুদ্ধদেব গুহ মানেই বাঙালির কৈশোরের আরণ্যক। অভিযানের রোমাঞ্চ। বইয়ের পাতায় উঠে আসা জঙ্গলের গন্ধ। সেই গন্ধে যেন নেশা লেগে যাওয়া। মফস্বলের অলিতে গলিতে সোনাগলা বিকেলে নেমে আসা হলুদ বসন্ত। প্রথম প্রেম। লাইব্রেরি থেকে তুলে আনা বই রাত জেগে পড়ে ফেলা। বুদ্ধদেব গুহ মানেই আমাদের সমগ্র অস্তিত্বের সঙ্গে মিশে থাকা অনেক কিছু। প্রত্যেকের যেমন আছে নিজস্ব বুদ্ধদেব, তেমনই সকলের বুদ্ধদেব মিলেমিশেই হয়তো তৈরি হয়েছে একজন বুদ্ধদেব গুহ। অগণিত পাঠকের হৃদয়ে যাঁর বাস। পার্থিব আসা-যাওয়া থাকে। কিন্তু পাঠকের হৃদয়ে তাঁর নিজের হাতে রচনা করা দেশে তিনি একাই রাজা। সেখান থেকে তাঁর চলে যাওয়া নেই। বুদ্ধদেব-স্মৃতি উসকে স্মরণের আলো জ্বাললেন বিনোদ ঘোষাল।