কাজকর্ম করতে করতে নখের রং হলদেটে হয়ে গিয়েছে? দেখলেই বিরক্ত লাগছে তো? ঝকঝকে নখের বদলে এমন দাগ ধরা নখ নিয়ে অস্বস্তিতেও পড়ছেন? কী করলে আবার ফিরে পাবেন স্বাভাবিক রং? শুনে নিন কিছু ঘরোয়া উপায়।
প্রাচীন ভারতে কবিতায় নাটকে নায়িকাদের রূপবর্ণনা করতে গিয়ে কবিরা লিখতেন চাঁপার কলির মতো আঙুলের কথা। আর সেই আঙুলের ডগায় আধখানা চাঁদের মতো নিখুঁত নখ তাঁরা রাঙিয়ে তুলতেন প্রাকৃতিক রঙে। সেদিন গিয়েছে। আজ নখে রং করার জন্য নেলপলিশই ভরসা। কিন্তু তাতে থাকে নানারকম রাসায়নিক পদার্থ। ভাল মানের নেলপলিশ না হলে তা নখের দীর্ঘস্থায়ী ক্ষতি করতে পারে। তা ছাড়াও আজকের নায়িকাদের, থুড়ি, তরুণীদের পরিচর্যা করার জন্য অত দাসদাসীই বা কোথায়! পেশাদার কাজকর্ম ছাড়াও বিভিন্ন কাজে হাত লাগাতেই হয় তাঁদের। সে রান্না করাই হোক কি বাগান করা, নখ বিভিন্ন কারণে নোংরা হতেই পারে। রান্নার সময়ে মশলা, হলুদ ঘাঁটার পর ভাল করে হাত না ধুলে নখে ছোপ পড়ে যায়। আবার পেটের অসুখের মতো শারীরিক সমস্যার কারণেও নখের স্বাভাবিক রং বদলে যেতে পারে। তাই হাত পরিষ্কার করে ধোয়ার অভ্যাস যেমন জরুরি, তেমনই পর্যাপ্ত পরিমাণে জলপান এবং স্বাস্থ্যকর ডায়েট মেনে চলাও দরকার।
আরও শুনুন: মাছ ভাজতে গিয়ে ছিটকে হাতে লাগল গরম তেল! হাতের কাছেই কোন ওষুধ মিলবে জানেন?
কিন্তু শারীরিক অসুবিধা ছাড়া বাইরের কারণগুলিই যদি দায়ী হয় নখের রংবদলের জন্য? সেক্ষেত্রে কিন্তু কয়েকটি ঘরোয়া উপায়েই আপনি ফিরিয়ে আনতে পারেন নখের স্বাভাবিক রং। আসুন, শুনে নেওয়া যাক।
লেবুতে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট রয়েছে। তাই যে কোনও রকম দাগ তোলার ক্ষেত্রে এটি কার্যকরী। একটু লেবুর রস এবং বেসন দিয়ে পেস্ট বানিয়ে নখে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত এই পেস্ট ব্যবহার করলে হলদে ছোপ বিদায় নেবে।
ব্যবহার করতে পারেন টুথপেস্টও। একটি পুরনো টুথব্রাশে সামান্য পেস্ট নিয়ে নখে ভাল করে ঘষে নিন। কিছুক্ষণ লাগিয়ে রেখে ভাল করে জল দিয়ে ধুয়ে নিন।
দাগ তোলার ক্ষেত্রে কাজে লাগে বেকিং সোডাও। ঈষদুষ্ণ জলে একটু বেকিং সোডা মিশিয়ে নখে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ঠান্ডা জলে ধুয়ে ফেলে ক্রিম লাগিয়ে নিন। দেখবেন নখ ঝকঝক করছে।
আরও শুনুন: রাস্তাঘাটে তেষ্টা মেটাতে ভরসা, তবে EXPIRY DATE খেয়াল করে জলের বোতল কেনেন তো?
কেবল দাগ তুলে ফেললেই হল না, নখ ভাল রাখার জন্য তার নিয়মিত যত্ন নেওয়াও দরকার। পার্লারের বদলে ঘরেও কিছু সহজ উপায় মেনে চলতে পারেন, যাতে নখ ভাল থাকবে। নেলপলিশে রঙিন নখ দেখতে ভাল লাগে বটে, কিন্তু দীর্ঘ সময় ধরে নেল পলিশ লাগিয়ে রাখলে নখ স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে না। তাই মাঝে মাঝে নখকে বিশ্রাম দিন। নেলপলিশ রিমুভার দিয়ে ভাল করে নেল পলিশ তুলে ফেলুন। ফের নেল পলিশ লাগানোর আগে অন্তত ২৪ ঘণ্টা বিরতি দিন। মুখে বা গায়ে যেমন আর্দ্রতার প্রয়োজন, তেমনই নখেরও। তাই মুখের মতো নখেও মাঝে মাঝে ময়েশ্চারাইজার লাগানো যেতে পারে। নখের স্বাস্থ্য বজায় রাখার জন্য অলিভ অয়েলেরও জুড়ি মেলা ভার। অলিভ অয়েলে তুলো ভিজিয়ে নখে ও তার চারপাশে লাগান। নখের আশেপাশের শক্ত ত্বক নরম হবে। উজ্জ্বল দেখাবে নখও।
তাহলেই দেখছেন তো, কত সহজেই নিজের যত্ন নিতে পারেন আপনি? কাজের মধ্যে এইটুকু মি-টাইম তো বরাদ্দ করা যেতেই পারে, তাই না?