বিউটি উইদ ব্রেইনস। মেধাবী সৌন্দর্য অথবা সৌন্দর্যের মেধা। যেভাবেই দেখা হোক না কেন, মিউ ইউনিভার্স প্রতিযোগিতার মূলমন্ত্র এটাই। ২১ বছর পরে আবার এই আন্তর্জাতিক মঞ্চে সেরার শিরোপা পেল ভারত। ২০২১ সালের বিজয়িনী হলেন পাঞ্জাবের হরনাজ সান্ধু। প্রতিযোগিতা জমেছিল আশিটি দেশের সুন্দরীদের সঙ্গে। রূপে-গুণে মোহিত করেছেন বিচারকেদের। জবাব দিয়েছেন কঠিন কঠিন প্রশ্নের। চূড়ান্ত পর্বে বিচারকদের প্রশ্নের উত্তরে কী বলেছিলেন হরনাজ, যা তাঁকে এনে দিল খেতাব? আসুন, শুনে নিই।
পথ দেখিয়েছিলেন সুস্মিতা সেন। পরম্পরা এগিয়ে নিয়ে গিয়েছিলেন লারা দত্ত। আর এবার হরনাজ সান্ধু। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আরও একবার সেরার খেতাব পেলেন একজন ভারতীয় নারী। মাঝে কেটে গিয়েছে ২১টি বছর। দু-দশকে বদলে গিয়েছে গোটা বিশ্ব। আর সেই পালটে যাওয়া পৃথিবী ২০২১-এর বিদায়লগ্নে আরও একবার চিনল ভারতীয় নারীর মেধা ও মননের দ্যুতি। হরনাজের ভাবনা, তুখড় উত্তর এককথায় মন্ত্রমুগ্ধ করল বিশ্বকে। ঠিক যেভাবে সুস্মিতা, লারারা নিজেদের বুদ্ধিমত্তায় মোহিত করেছিলেন পৃথিবীকে, সেই ট্র্যাডিশন বজায় রাখলেন হরনাজও।
আরও শুনুন: স্টার্ট আপ থেকে পথচলা শুরু করে কোটিপতি, স্বনির্ভর মহিলাদের অনুপ্রেরণা ফাল্গুনী নায়ার
এ বারের মিস ইউনিভার্স আসরটি বসেছিল ইজরায়েলের এইলাটে। চূড়ান্ত পর্বে হরনাজের সঙ্গে প্রতিযোগিতায় ছিলেন প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা আর দক্ষিণ আফ্রিকার লালেনা লালি এমএসওয়ানে। তিন জনকে চূড়ান্ত পর্বে একটিই প্রশ্ন করেন বিচারকেরা। সেই উত্তরের ভিত্তিতেই বেছে নেওয়া হয় সেরার সেরাকে।
কী ছিল সেই প্রশ্ন?
বিচারকেরা জিজ্ঞেস করেছিলেন, নানা রকমের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় আজকালকার মেয়েদের। সেগুলোকে কাটিয়ে উঠে জীবনে এগিয়ে যেতে কী কী পরামর্শ দিতে চান প্রতিযোগীরা?
প্রশ্নটির উত্তর দিয়ছেন তিন প্রতিযোগীই। তবে তাঁদের মধ্যে বিচারকেরা এগিয়ে রেখেছেন হরনাজের উত্তরটিকেই।
আরও শুনুন: এককালে করেছেন বাসন মাজার কাজও, সেই দুলারী দেবীর সৃষ্টিতেই এখন গর্বিত দেশবাসী
এর আগে জলবায়ু পরিবর্তন-সহ একাধিক প্রশ্নে নিজের বুদ্ধিমত্তার ছাপ রেখেছেন তিনি। এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। হরনাজ জানালেন, তিনি মনে করেন, আজকালকার দিনের নারীরা নিজের উপরে তেমন করে বিশ্বাস রাখতে পারছেন না। আর সেটাই সব চেয়ে বড় প্রতিবন্ধকতা। একজন নারী যে সকলের থেকে আলাদা, আর সেটাই তাঁর প্রকৃত সৌন্দর্য, সেই বিশ্বাসটুকু রাখতে পারছেন না আজকালকার তরুণীরা। হরনাজের তাই পরামর্শ, অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করুন। পৃথিবীতে আরও অনেক কিছু অনবরত ঘটে চলেছে। সে সব নিয়ে কথাবার্তা হওয়া প্রয়োজন। নিজের কন্ঠস্বর হয়ে উঠুন নিজেই। মনে রাখতে হবে, আপনার জীবনের নেতৃত্বের ভার আপনারই উপর। নিজের উপর বিশ্বাস রাখুন। সেই সঙ্গে হরনাজ এ-ও জানান, নিজের উপরে বিশ্বাস রেখেছিলেন বলেই তিনি আজ আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে দাঁড়িয়ে। বাকি দুই প্রতিযোগীও যথাযথ উত্তর দিয়েছিলেন। তবে হরনাজের উত্তরটিই বিচারকদের সবচেয়ে পছন্দ হয়। আর তা-ই এনে দেয় সেরার খেতাব।
বাকি অংশ শুনে নিন।