টুকটাক গয়না কার না হারায়! কারওর চুরি যায়, কারওর বা হাত থেকে পড়ে গিয়ে হারিয়ে যায় কালের অতলে। তবে খুঁজেও পান আবার অনেকে। ঝাঁট দিতে গিয়ে ঘরের কোণা থেকে হঠাৎ মিলল সাধের কানের দুল, কিংবা আলমারিতেই কোনও কৌটোয় রেখে বেমালুম ভুলে গিয়েছিলেন পছন্দের হারখানা। এমন তো হয়ই। তবে ৫০ বছর পরে গয়না খুঁজে পাওয়া, তা-ও আবার আলুর খেত থেকে! ভাবতে পারেন। তবে সত্যিই এমনটা ঘটেছে। কোথায়? শুনে নিন।
যেমন তেমন কোনও গয়না নয়, সেটা ছিল বিয়ের আংটি। একদিন আলু খেতে গিয়ে আলুগুলোকে একত্রিত করছিলেন। সে সময় কী ভাবে যেন হাত থেকে খুলে পড়ে গিয়েছিল আংটিটি। সেই কবেকার কথা। পঁচাশি পার করে ছিয়াশিতে পা দিয়েছেন বৃদ্ধা। যতই হোক, বিয়ের গয়না বলে কথা, আক্ষেপ তো ছিলই। তবে ৫০ বছর আগের হারিয়ে যাওয়া জিনিস কেউ কি কখনও খুঁজে পেয়েছে নাকি! তাই তার আশাও রাখেননি তিনি।
আরও শুনুন: শেরওয়ানি পরে ঘোড়ার পিঠে বিয়ে করতে গেলেন কনে, প্রশংসায় নেটিজেনরা
স্কটল্যানের বাসিন্দা পেগি ম্যাকসুইন। আংটি হারানোর দুঃখ কথায় কথায় একদিন বলে ফেলেছিলেন প্রতিবেশী ডোনাল্ড ম্যাকফিকে। এমনিতে একটি হাউস হোস্টেল চালান ম্যাকফি। তবে অবসর সময়ে বিভিন্ন ধরনের ধাতু খুঁজে বেড়াতে পছন্দ করেন তিনি। বছর সাতেক আগে এ বিষয়ে আগ্রহ জাগে তাঁর। তার পর থেকে বিভিন্ন সময়ে নেমে পড়েছেন যন্ত্রপাতি হাতে। লোকে তাঁকে বলে মেটাল ডিটেক্টরিস্ট। পেগির কাছে আংটির গল্প শুনে থেকেই যেন তর সইছিল না ম্যাকফির। শুভস্য শীঘ্রম। দেরি না করে লেগে পড়লেন আলুর খেতে।
তার পর টানা তিনদিন ধরে চলল খোঁজাখুঁজি। লিনিক্লেট সৈকতের কাছে ওই আলুর খেতে মেটাল ডিটেক্টর নিয়ে বিস্তর পরিশ্রম করেন ম্যাকফি। খুঁড়ে ফেলেছেন অন্তত ৯০ খানা গর্ত। কত জায়গা থেকে যে পরিত্যক্ত ক্যান, ঘোড়ার খুর খুঁজে পেয়েছেন তার ইয়ত্তা নেই।
আরও শুনুন: বয়স প্রায় ৪০০০ বছর, এখনও অবিকৃত আছে মিশরের প্রাচীনতম মমি
অবশেষে তৃতীয় দিনে মাটি থেকে বেরিয়ে এল আংটি। একেবারে অবিকৃত। খুবই অবাক হয়েছিলেন ম্যাকফি। এই তিন দিনে অন্তত পাঁচ হাজার বর্গমিটার এলাকা চষে ফেলেছেন। দশ লক্ষ বারে এমন ঘটনা একবার ঘটে। এমনটাই মনে করছেন ম্যাকফি।
আশ্চর্যের ব্যাপার, এত বছরেও এক ফোঁটা বিকৃতি হয়নি আংটির। পেগির হাতে একেবারে ঠিকঠাক ঢুকে গিয়েছে সেটি। জীবনে আবার কখনও এই আংটি ফিরে পাবেন তা ভাবেনওনি পেগি। আলুখেতে হাত থেকে ধুলো-বালি-মাটি ঝেড়ে ফেলছিলেন, সে সময় বুঝতেও পারেননি আংটি গায়েব। বাড়ি এসে আবিষ্কার করেন খোয়া গিয়েছে বিয়ের স্মৃতিচিহ্নটি। তার পর কত খুঁজেছেন এদিক ওদিক, মেলেনি।
বাকি অংশ শুনে নিন।