ভ্যাকসিন নেবেন না কিছুতেই। এদিকে, সরকারি ফরমান অনুযায়ী ভ্যাকসিন নিতেই হবে। সেই ঘটনা এড়াতেই এক ব্যক্তি যা করলেন তা তাজ্জব করল বিশ্বকে। আস্ত একটা নকল হাতই লাগিয়ে ফেললেন তিনি। তারপর? কী পরিণতি হল ব্যক্তির? আসুন শুনে নিই।
অতিমারী আমাদের গ্রাস করেছে প্রায় দু-বছর হল। ভ্যাকসিন এসে খানিকটা মুক্তি দিয়েছে মানুষকে। কিন্তু বিশ্বের কোথাও কোথাও এখনও অনেকেই ভ্যাকসিন নিতে রাজি নন। রীতিমতো অ্যান্টি ভ্যাকসিন ক্যাম্পেন চলতেও দেখা গিয়েছে কোথাও কোথাও। সেই পথ অনুসরণ করতে গিয়েই এবার হাস্যকর পরিণতি হল এক মাঝবয়সি ব্যক্তির।
আরও শুনুন: এক দানা নুনের মতোই খুদে ক্যামেরা, আশ্চর্য আবিষ্কারে দুনিয়া বদলের ভাবনা বিজ্ঞানীদের
কিছুতেই ভ্যাকসিন নিতে চান না ওই ব্যক্তি। একেবারে পণ করে বসেছিলেন যে, ভ্যাকসিনের সুচ যেন গায়ে না ফোঁটে। এদিকে সরকার নিয়ম করেছে, ভ্যাকসিন না নিলে সামাজিক ভাবে কোথাও কোনও কিছুতেই অংশগ্রহণ করা যাবে না। আজব গেরো! তা এড়াতেই একটা ফন্দি এঁটেছিলেন ওই ব্যক্তি। তাও সস্তার কিছু নয়। রীতিমতো পয়সা খরচ করতে হয়েছে তাঁকে। অনেক বুদ্ধি করে, তিনি তাঁরা হাতের মাপের একটি নকল হাত বানান। বলা যায় সেটি একটি ছাঁচ। একেবারে হুবহু ওই ব্যক্তির হাতের মতোই দেখতে। এই প্রস্থেটিক হাত বা হাতের ছাঁচটিকে তিনি এবার গলিয়ে নেন তাঁর হাতে। অর্থাৎ, ব্যাপারটা দাঁড়াল এরকম – উপর থেকে যা দেখা যাচ্ছে তা হল নকল হাত। তার ভিতর গোপনে সুরক্ষিত আছে তাঁর আসল হাতটি।
আরও শুনুন: বিয়ের নিমন্ত্রণে এখন আসে বাহারি কার্ড, এর জন্ম হল কীভাবে?
এদিকে যে নার্স ভ্যাকসিন দিচ্ছিলেন, তিনি তো এমনধারা হাত দেখে অবাক। হাতটা যেন কেমন রবারের মতো। বেশ ঠান্ডাও। রং-টাও যেন কেমন কেমন। প্রথমে ভেবেছিলেন, আলাদা মানুষের হাত অন্যরকম হতেই পারে। কিন্তু অবাক হলেন, যখন দেখলেন হাতের তো শিরাই খুঁজে পাওয়া যাচ্ছে না। বুঝলেন, কিছু একটা অস্বাভাবিকতা রয়েছে। গোড়ায় ভাবছিলেন তিনি ভুল করছেন। এবার নার্সটি বুঝলেন, তিনি নয়, হাতটিই ভুল। অর্থাৎ এটি মানুষের হাত নয়, বরং একটি নকল হাত।
বাকি অংশ শুনে নিন।