মুম্বইয়ে শরদ পওয়ারের সঙ্গে বৈঠক মমতার। সাক্ষাৎ বিশিষ্টজনেদের সঙ্গেও। এখনই চালু হচ্ছে না এনআরসি। সংসদে মোদি সরকারের বক্তব্যে ঝড়। কবে রাজ্যের বকেয়া পুরভোট? রাজ্য নির্বাচন কমিশনকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের। ন্যাকের মূল্যায়নে ফের বি-প্লাস পেল বিশ্বভারতী। বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’।
হেডলাইন:
আরও শুনুন: 30 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- মুম্বই সফরে মমতা, সৌজন্য সাক্ষাৎ আদিত্য ঠাকরে-সঞ্জয় রাউতের
আরও শুনুন: 29 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- কলকাতা পুরভোটের প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির, নেই বড় চমক
বিস্তারিত খবর:
1. মুম্বই সফরের দ্বিতীয় দিনে এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে কংগ্রেসকে কটাক্ষ করে মমতা জানালেন, কংগ্রেস লড়াই করছে না। তিনি জানান, বিজেপির বিরুদ্ধে সম্মিলিত মঞ্চ গড়ে লড়তে চায় তৃণমূল-সহ আঞ্চলিক দলগুলি। কিন্তু কেউ যদি লড়তে না চায়, তাহলে কী করা যাবে!
ইতিমধ্যেই শিব সেনা নেতা আদিত্য ঠাকরের সঙ্গে বৈঠক সেরেছেন মমতা। বুধবার দুপুরে শরদ পওয়ারের বাড়িতে যান তিনি। প্রায় এক ঘণ্টা তাঁর কথা হয় পওয়ারের সঙ্গে। তাৎপর্যপূর্ণভাবে এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এনসিপির শীর্ষস্থানীয় নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকও ছিলেন ওই আলোচনায়। তৃণমূল নেত্রীর সাফ কথা, এখন ইউপিএ অর্থাৎ কংগ্রেস নেতৃত্বাধীন জোটের কোনও অস্তিত্ব নেই। মমতার ইঙ্গিতে স্পষ্ট, ইউপিএ নয়। বিজেপিকে রুখতে বৃহত্তর ফ্রন্ট বানাতে চান তিনি। আর সেই ফ্রন্টেই বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলিকে এক ছাতার তলায় আনার চেষ্টা করবে তৃণমূল।
একই কথা এ দিন উঠে এসেছে বিশিষ্টজনেদের সঙ্গে আলাচনাতেও। বিজেপিকে হটানোই আপাতত পাখির চোখ। তেমনই বার্তা মমতার। এদিন মমতার সঙ্গে আলাপচারিতায় উপস্থিত ছিলেন সমাজকর্মী মেধা পাটেকর, শোভা দে, জাভেদ আখতার, মহেশ ভাট, স্বরা ভাস্কর, মুনওয়ার ফারুকি-সহ খ্যাতনামা শিল্পীরা। মমতা জানান, প্রধানমন্ত্রী কে হবেন সেটা বড় বিষয় নয়, গণতন্ত্র রক্ষাই এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ। পরিস্থিতি ঠিক করে দেবে কে প্রধানমন্ত্রী হবেন। এই মঞ্চ থেকেই স্বরা ভাস্করকে রাজনীতিতে যোগ দেওয়ার পরামর্শ দেন মমতা। পাশপাশি আরিয়ান কাণ্ডের পর প্রথমবার মুখ খুলে তিনি জানান, চক্রান্তের শিকার হয়েছেন শাহরুখ খান। সব মিলিয়ে মুম্বই সফরের দ্বিতীয় দিনেই সর্বভারতীয় স্তরে নিজের গুরুত্ব স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
2. এখনই দেশজুড়ে এনআরসি চালুর কোনও সিদ্ধান্ত হয়নি। তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়ের প্রশ্নের উত্তরে এই কথা জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সমালোচকদের একাংশের খোঁচা, ২০১৯ সালে এটা নেহাতই গিমিক ছিল। আইন চালুর কোনওরকম প্রস্তুতিই নেয়নি কেন্দ্র।
২০১৯ সালে সংসদে পাশ হওয়ার পর আইনে পরিণত হয় এনআরসি বিল। তবে এনআরসি কার্যকর করার প্রশ্নে বারবারই হোঁচট খেয়েছে মোদি সরকার। তাই কবে থেকে দেশজুড়ে এনআরসি কার্যকর হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে সেই সম্পর্কে স্পষ্ট ধারণা চান তৃণমূল কংগ্রেস সাংসদ। জবাবে অমিত শাহের মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, “জাতীয় স্তরে এনআরসি কার্যকর করার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের।”
এর আগেও একাধিকবার এই প্রশ্নে পিছু হটতে দেখা গিয়েছে কেন্দ্রকে। এবারও তার পুনরাবৃত্তি হওয়ায় বিরোধীদের কড়া সমালোচনার মুখে পড়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।