মা হচ্ছেন স্বরা ভাস্কর। ছকভাঙা পথেই। বিয়ের পথ না ধরেই সন্তান দত্তকের সিদ্ধান্ত নিয়েছেন স্বরা। বিয়ে বা অন্য কোনও প্রতিষ্ঠানে ভরসা না রেখে মা হয়েছেন আরও অনেকেই। সমাজের লাল চোখকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি বড় করেছেন সন্তানকে। শুনে নিন বলিউডের তেমনই কয়েক জন ছক-ভাঙা মায়ের গল্প।
সূর্যপুত্র কর্ণকে স্বীকৃতি দিতে ভয় পেয়েছিলেন কুমারী কুন্তী। সমাজ, সংসার, লোকলজ্জার ভয়ে যমুনার জলে ভাসিয়ে দিয়েছিলেন সন্তানকে।
কিন্তু সেই মহাভারতের যুগ বদলেছে। সময়ের চোখে চোখ রেখে তাকে বদলানোর সাহস দেখিয়েছেন অনেকেই। সমস্ত সমাজ, বিতর্ক, সমালোচনার বেড়া ডিঙিয়ে একা মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন বলিউডের অনেক বিখ্যাত তারকাই।
সম্প্রতি একা মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। বরাবরই ছকভাঙা পথে হাঁটতে পছন্দ করেছেন এই তারকা। জড়িয়েছেন বিতর্কেও। তবে নিজের অবস্থান নিয়ে বরাবরই ভীষণ রকম পরিষ্কার থেকেছেন এই অভিনেত্রী। মা হওয়ার বিষয়েও তিনি ছকভাঙা। সিদ্ধান্ত নিয়েছেন সন্তান দত্তক নেওয়ার। তাঁর একা মা হওয়ার এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছে নেটবিশ্ব।
আরও শুনুন: বলিপাড়া সরগরম জনাকয় কন্যের কীর্তিতে, হাঁড়ির খবর নিয়ে হাজির Cineপিসি
বলিউড জুড়ে সিঙ্গেল মায়ের সংখ্যা নেহাত কম নয়। বিবাহবিচ্ছেদের পরে একাই সন্তানের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। দারুণ ভাবে সে দায়িত্ব পালনও করছেন, এমন মায়ের অভাব নেই বলিপাড়ায়। আবার বিয়ের আগেই সন্তানধারন করেছেন, আবার পরে সেই পুরুষ সঙ্গীটিকেই বিয়ে করেছেন এমন মা-ও আছেন। পাশাপাশি এমন কয়েকজন মায়ের কথাও বলা যায়, যাঁরা স্বরারই মতো, সন্তানধারন বা মা হয়ে ওঠার জন্য যাঁদের বিবাহ নামক প্রতিষ্ঠানের প্রয়োজন হয়নি কখনই। না আগে, না পরে।
আরও শুনুন: যুদ্ধের কারণে যাত্রা শুরু, মেয়েদের পছন্দের স্কুটির ইতিহাস চমকে দেওয়ার মতো
সেই তালিকায় শীর্ষে রয়েছেন সুস্মিতা সেন। বিশ্বসুন্দরী এই অভিনেত্রী দুই কন্যাসন্তানের একা মা। মাত্র ২৪ বছর বয়সে তিনি একটি কন্যাসন্তান দত্তক নেন। ২০১০ সালে আরেকটি মেয়েকে দত্তক নিয়েছেন এই বাঙালি-কন্যা। সুস্মিতার বড় মেয়ে রেনের বয়স এখন ২১। খুব শিগগিরই অভিনয় জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনিও। ছোট মেয়ে আলিশা অবশ্য নেহাতই ছোট। স্কুলে পড়ছে সে।
বাকি অংশ শুনে নিন।