মেকআপ করতে ভালবাসেন! উত্তরটা যদি হ্যাঁ হয়, তবে বলাই বাহুল্য, লিপস্টিক আপনার অন্যতম প্রিয় জিনিস। নানা রং, তার নানা শেড। তবে তা ঠোঁটেই ভাল। হাত ফস্কে তা যদি লেগে যায় সদ্য কেনা প্রিয় পোশাকটায়? অমনি মাথায় হাত! না, ভয় পাবেন না। বরং পোশাক থেকে লিপস্টিকের দাগ তোলার সহজ কিছু টোটকা শুনে নিন।
ঠোঁটের লিপস্টিক ঠোঁটেই ভাল। তা যদি লেগে যায় নতুন ধবধবে সাদা লং ড্রেসটায়! কিংবা প্রেমিকার নতুন কেনা ম্যাট লিপস্টিকের দাগ জেদী হয়ে বসে শার্টের কলারে। মা দেখে ফেললেই কিন্তু সর্বনাশ। তা ছাড়া ইদানিং অতিমারি পরিস্থিতিতে মাস্ক পরা তো বাধ্যতামূলক। তাই বলে কি লিপস্টিকে মানা? নৈব নৈব চ। তবে বাড়ি ফিরে মাস্কে লিপস্টিকের দাগ নিশ্চই খুব বিড়ম্বনায় ফেলে? আরে আমরা আছি কী জন্য? আপনাদের জন্য রইল লিপস্টিক তোলার সহজ কিছু টোটকা।
আরও শুনুন: শীতে ত্বক ভাল রাখে টোম্যাটো, জেনে নিন এর ব্যবহার
আর সেই তালিকায় শুরুতেই রয়েছে সাধারণ ডিশওয়াশ। প্রথমেই পোশাকে লেগে যাওয়া অতিরিক্ত লিপস্টিকটুকু সরিয়ে ফেলুন। এর পর দাগের উপরে ঈষদুষ্ণ গরম জল ঢেলে দিন কয়েক ফোঁটা। এর পরে তার উপরে কয়েক ফোঁটা ডিশওয়াশ দিয়ে হালকা করে ঘষুন। তার পর চুপচাপ দশ-পনেরো মিনিট রেখে দিন। ধোয়ার আগে একটা নরম কাপড় দিয়ে ফের একবার ঘষে নেবেন। ব্যস তাহলেই দাগ গায়েব।
আরও শুনুন: নাসিকাগর্জনে অন্যেরা তিতিবিরক্ত, অথচ শব্দ যায় না ঘুমন্তের কানে… কেন জানেন?
লিপস্টিকের দাগ তুলতে ওস্তাদ হেয়ার স্প্রেও। মা-ঠাকুমার আমলের এরোসল দেওয়া হেয়ার স্প্রে হলে তো কথাই নেই। দাগ লেগে যাওয়া অংশে স্প্রে করে ১৫ মিনিটের জন্য শুকোতে দিন। তার পরে ডুবিয়ে রাখুন গরম জলে। এর পরে একটা শুকনো কাপড় দিয়ে লেগে থাকা অতিরিক্ত হেয়ার স্প্রে তুলে ফেললেই দেখবেন দাগ ভ্যানিশ।
বাকি অংশ শুনে নিন।