লোকসভায় রাজ্যে মাত্র ৩-৪ আসন পাবে বিজেপি’! বিস্ফোরক সাংসদ সৌমিত্র খাঁ। বঙ্গে শিল্প ও বিনিয়োগ টানতে ডিসেম্বরেই মুম্বই যাচ্ছেন মমতা। ত্রিপুরায় তৃণমূলের কর্মসূচিতে বাধা। ঘেরাও করে রাখা হল বাবুলকে। ‘একটা মারলে, পাঁচটা মারব’, পালটা দিলেন ফিরহাদ। ট্রেনে ফের মিলবে রান্না করা খাবার। দূরপাল্লার ট্রেনে প্যান্ট্র পরিষেবা চালু করতে পদক্ষেপ আইআরসিটিসির। মিলবে বিছানা-বালিশও।
হেডলাইন:
আরও শুনুন: 19 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- কৃষকদের জয়, বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা কেন্দ্রের
বিস্তারিত খবর:
1. বিজেপির অস্বস্তি বাড়ালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। ফাঁস হল তাঁর বিস্ফোরক ফোনালাপ। আগামী লোকসভা ভোটে এ রাজ্যে বিজেপির ফলাফলের পূর্বাভাস দিতে শোনা গিয়েছে সাংসদকে। বলতে শোনা গিয়েছে, “আগামী লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি তিনটে আসন পাবে।” শনিবার সন্ধেয় আচমকাই একটি ফোনালাপ সামনে আসে। ফোনালাপে ফোনের একপ্রান্তে সাংসদ তথা বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ রয়েছেন বলে দাবি করা হয়েছে। সেই ফোনালাপে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ থেকে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগতে শোনা গিয়েছে। এমনকী, দলের পরিস্থিতি নিয়েও উষ্মা প্রকাশ করেছেন সৌমিত্র।
অডিও-তে শোনা গিয়েছে সৌমিত্র খাঁ বলছেন, “আগামী লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি তিনটে আসন পাবে। দলে যা চলছে, তা ভাবা যায় না।” তাঁর আরও অভিযোগ, “কট্টর বিরোধীদের সাইড বেঞ্চে পাঠিয়ে দেওয়া হচ্ছে।” লোকসভা ভোটে কোন কোন আসন পেতে পারে বিজেপি, তাও স্পষ্ট করে দিয়েছেন সৌমিত্র। এমনকী, বাংলা থেকে মন্ত্রিত্ব পাওয়া চারজনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
ফাঁস হওয়া এই অডিও প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “অডিওর সত্যতা ঘিরে সংশয় আছে।” আর দিলীপ ঘোষ বলেন, “কে কার সঙ্গে ফোনে কী কথা বলছেন, তা নিয়ে মন্তব্য করতে রাজি নই।” প্রসঙ্গত উল্লেখ থাক, সংবাদ প্রতিদিন শোনো এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি।
2. রাজ্যে শিল্প ও বিনিয়োগ টানতে ফের বাণিজ্যনগরী যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সব ঠিকঠাক থাকলে আগামী ১ ডিসেম্বরই তিনদিনের সফরে মুম্বই যেতে পারেন তিনি। একুশের নির্বাচনে বিপুল ভোটে জিতে তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল। তারপর থেকেই শিল্পায়ন এবং কর্মসংস্থানের উপর জোর দিচ্ছে প্রশাসন। শিল্পবান্ধব পরিস্থিতি তৈরির লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটিও গঠিত হয়েছে।
রাজ্যে শিল্প বিনিয়োগ টানতে আগামী বছর ২০ এবং ২১ এপ্রিল দু’দিন ধরে চলবে বাণিজ্য সম্মেলন। করোনা কাঁটায় গত দু’বছর এই সম্মেলন করতে পারেনি রাজ্য সরকার। এবার করোনার প্রকোপ অনেকটাই কমেছে। আর তাই রাজ্যে বিনিয়োগ টানতে আয়োজিত হবে সেই সম্মেলন। তার আগে ডিসেম্বরে মুখ্যমন্ত্রীর মুম্বই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তিন দিনের সফরে মুম্বইয়ে গিয়ে শিল্পপতিদের সঙ্গে আলোচনায় বসতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে তার আগে ফলে বাংলায় শিল্পায়নের আশা দেখছে রাজ্যবাসী। আগামী ২২ নভেম্বর দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই সফরেও থাকছে চমক। দিল্লিতে মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগ দিতে পারেন বিজেপি নেতা বরুণ গান্ধী। চলছে জল্পনা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।