গ্রহরাজ শনিদেব সন্তুষ্ট হলে জীবন সুন্দর হয়ে ওঠে৷ কোনও রকমের দুঃখ-কষ্ট থাকে না৷ কিন্তু কোনওভাবে শনিদেব রুষ্ট হলে জীবনে দুঃখের শেষ থাকে না ৷ যেমন, নিয়মিত শনি দেবের পুজো শুরু করলে তাঁর বক্রদৃষ্টি পরে না আমাদের উপর। বরং ঘটে উল্টো ঘটনা। মেলে অনেক রকমের উপকারও। কিন্তু কীভাবে পুজো করলে পাবেন দেবতার কৃপা?
সোমবার যেমন ভগবান শিবের দিন, তেমনি শনিবার হল বারের ঠাকুর শনি দেবের দিন। এইদিন ভোরে উঠে স্নান সেরে যদি দেবতার আরাধনা করা যায়, তাহলে ভাল ফল মেলে। তবে স্নানেরও কিছু নিয়ম আছে। যেমন, সারা শরীরে তিল তেল মেখে স্নান করতে হবে। তারপর পরিষ্কার জামা-কাপড় পরে পুজোয় বসাই নিয়ম। মনে রাখতে হবে, শনি দেবের আরাধনা করলে সারাদিন উপোস করে থাকতে হয় এবং পড়তে হয় কালো রঙের পোশাক।
বিশ্বাস করা হয় শনি দেবের পুজো করার সময় যদি তিল তেল দিয়ে প্রদীপ জ্বালানো যায়, তাহলে প্রসন্ন হন দেবতা। ঠাকুরের আসনের দুই কোণায় একটা করে প্রদীপ জ্বালাতে হবে। এছাড়াও শাস্ত্র মতে শনি দেবের পুজোর সময় তাঁর পুজোর পাশাপাশি গণেশ, হনুমান এবং শিব ঠাকুরের পুজো করা উচিত। এতে সুফল বেশি মেলে। প্রথমে গণেশ ঠাকুরকে পুজো করে তারপর শনি দেবের আরাধনা করতে হবে। এরপর এক একে হনুমান এবং দেবাদিদেবের আরাধনা করা বাঞ্ছনীয়।
আরও শুনুন: Spiritual: ঠাকুর বলতেন, কর্ম না করলে ঈশ্বরদর্শন হয় না…
পুজোর সময় ঠাকুরের আসনে পরিষ্কার কাপড় পাততে হবে। একে একে শনি দেব, গণেশ দেব, দেবাদিদেব এবং হনুমানজির ছবি ভাল করে পরিষ্কার করে নিতে হবে। তারপর শনি দেবের ছবির সামনে তিল তেল দিয়ে দুটি প্রদীপ জ্বালাতে হবে। প্রণাম জানিয়ে, মনে মনে গণেশ ঠাকুরকে ডেকে অল্প পরিমাণ তিল শনি দেবের সামনে রাখতে হবে। পরের ধাপে হনুমানজি এবং শিব ঠাকুরের ছবির সামনে তাজা ফুল নিবেদেন করতে হবে। মনে মনে শনি গায়েত্রী মন্ত্র জপ করে শুরু করতে হবে শনি দেবের পুজো।
শনি গায়েত্রী মন্ত্রটি হল- “আওম সনাছরয় বিদমাহে সুরিয়াপুত্রায়া ধিমাহী তান্নো মান্দ প্রচাদায়াত”। মন্ত্রপাঠ শেষে প্রদীপ দিয়ে আরতি করে শেষ করতে হবে পুজো। মনে রাখতে হবে, প্রতি শনিবার সকালে যেমন শনি দেবের পুজো করতে হবে, তেমনি একই নিয়ম মেনে সন্ধ্যেবেলাতেও আরতি করতে হবে সর্বশক্তিমানের।
আরও শুনুন: প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীপুজোয় এই নিয়মগুলো পালন করুন, অসীম কৃপা পাবেন দেবীর
শাস্ত্র মতে এভাবে সবকটি নিয়ম সঠিক ভাবে পালন করে শনি দেবের পুজো করলে দূর হবে তাঁর বক্রদৃষ্টি। বরং কৃপা পাবেন শনি দেবের। আপনার জীবন ও সংসারে সমৃদ্ধি আসবে।