দীপাবলিতে শর্তসাপেক্ষে মিলল বাজি পোড়ানোর অনুমতি। আলাপন বন্দ্যোপাধ্যায় মামলায় কলকাতা হাই কোর্টে কার্যত নাস্তানাবুদ কেন্দ্রের কর্মিবর্গ দপ্তর। গোটা রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সংক্রমিত ২৭২। পেগাসাস কাণ্ডের তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট।
হেডলাইন:
আরও শুনুন: 26 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- ‘সোনার খনি’ দার্জিলিং, কর্মসংস্থানে নয়া দিশা মমতার
আরও শুনুন: 25 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- কালীপুজোর পর রাজ্যে খুলবে স্কুল-কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. রাজ্যে শর্তসাপেক্ষে বাজি পোড়ানোর অনুমতি দিল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টা এবং ছটপুজোয় সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। ক্রিসমাস এবং বর্ষবরণের রাতে ১১ টা ৫৫ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাজি পোড়ানো যাবে। তবে পরিবেশবান্ধব বাজি পোড়াতে হবে। নির্ধারিত সময়ের পরেও বাজি পোড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পর্ষদ।
গত বছর কালীপুজো, দীপাবলির সময় করোনার দাপট ছিল অনেক বেশি। বাজির ধোঁয়ায় পরিবেশ দূষণের ফলে করোনা রোগীদের শারীরিক অসুস্থতা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়। সুতরাং কলকাতা হাই কোর্টের নিষেধাজ্ঞা অনুযায়ী বাজি পোড়ানো বন্ধ ছিল গত বছর। চলতি বছর উৎসবের মরশুমে করোনা সংক্রমণ ফের বেড়েছে কিছুটা। আশঙ্কা তৃতীয় ঢেউ আছড়ে পড়ার। এই পরিস্থিতিতে ফের বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারির আরজি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছেন রোশনি আলি নামে এক সমাজকর্মী। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি। তবে হাই কোর্টের রায়দানের আগেই বাজি পোড়ানোর অনুমতি দিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।
2. কলকাতা হাই কোর্টে কার্যত মুখ পুড়ল কেন্দ্রের কর্মিবর্গ বিভাগের। বুধবার আলাপন বন্দ্যোপাধ্যায়ের আরজির শুনানিতে হাই কোর্টে ডিভিশন বেঞ্চের প্রশ্নে জর্জরিত হয়েছেন কেন্দ্রের আইনজীবী। এদিন মামলার রায় দান স্থগিত রাখলেও ২ নভেম্বরের আগেই রায় দানের ঘোষণা করেছে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, শৃঙ্খলাভঙ্গের অভিযোগের তদন্তে কেন্দ্রের DoPT বিভাগের এক্তিয়ারকে চ্যালেঞ্জ করে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু আচমকাই সেই আরজির শুনানি কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করে CAT। এই মামলা স্থানান্তরকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা। বিচারপতির পর্যবেক্ষণ, “প্রকৃত ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়।” সবমিলিয়ে কার্যত হাই কোর্টে নাস্তানাবুদ হয়েছেন কেন্দ্রের আইনজীবী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।