রাজ্যে ১৫ নভেম্বর থেকে খুলবে স্কুল-কলেজ। শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে তুষারধসে মৃত্যু বাংলার ৫ অভিযাত্রীর। কলকাতায় ফিরল কফিনবন্দি দেহ। আর জি কর হাসপাতালে অনশন তুলতে নারাজ ইন্টার্নরা।
হেডলাইন:
আরও শুনুন: 24 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৫৬১, উৎসবে লাগাম টানার নির্দেশ কেন্দ্রের
আরও শুনুন: 23 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- ক্রমশ বাড়ছে করোনা, সংক্রমণে শীর্ষে কলকাতা
বিস্তারিত খবর:
1. করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। কতদিনে ফের স্বাভাবিক হবে স্কুল-কলেজ, অনলাইন না অফলাইনে হবে ক্লাস, একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সকলের মনে। শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে তার উত্তর পাওয়া গেল। কালীপুজোর পর ১৫ নভেম্বর স্কুল খোলার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একাধিক কর্মসূচি নিয়ে রবিবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করেন তিনি। সেখানেই পড়ুয়াদের সুবিধার্থে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে দীর্ঘ আলোচনা করেন। এরপরই মুখ্যসচিবকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, “১৫ তারিখ থেকে স্কুল-কলেজ খোলা হোক। তার আগে দু’সপ্তাহের মধ্যেই স্যানিটাইজেশনের কাজ শেষ করতে হবে।” অবশ্য ১৫ নভেম্বর বিরসা মুণ্ডা দিবসের কারণে ছুটি থাকায় কার্যত ১৬ তারিখ থেকে খুলবে স্কুল-কলেজ। অর্থাৎ পুজোর মরশুম শেষ হতেই ফের স্কুল-কলেজমুখো হবে পড়ুয়ারা। তবে এই পরিস্থিতিতে স্কুল শুরু করা হলে যাতে পড়ুয়াদের কোনওরকম সমস্যা না হয়, সেদিকেও নজর রয়েছে রাজ্যের।
2. সোমবার উত্তরাখণ্ড থেকে দমদম বিমানবন্দরে ফিরল বাংলার পাঁচ অভিযাত্রীর কফিনবন্দি দেহ। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে মৃত সৌরভ ঘোষ, তনুময় তিওয়ারি, বিকাশ মাকাল, রিচার্ড মণ্ডল, শুভায়ন দাসের দেহের হদিশ মিলেছে। নিহতদের ৫ জনের মধ্যে চারজনই বিষ্ণুপুরের বাসিন্দা। প্রয়োজনীয় কাগজে সইসাবুদের পর তাঁদের দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আগামী বছর বিয়ে ঠিক হয়েছিল শুভায়নের। কিন্তু বাড়ির আপত্তি উড়িয়ে এবছরও দুর্গম পাহাড়ে ট্রেকিংয়ে বেরিয়ে পড়েছিলেন বছর আঠাশের শুভায়ন। মামা তনুময় তিওয়ারির দেহ নিতে বিমানবন্দরে এসেছিলেন শুভেন্দু। তাঁর দাদা সুখেন মাজি এখনও নিখোঁজ। স্থানীয় এলাকার বাসিন্দাদের চেষ্টায় সোমবার সকালে উদ্ধার করা গিয়েছে আরও ৫টি দেহ। প্রিয়জনের দেহ শনাক্তকরণের জন্য ইতিমধ্যে উত্তরাখণ্ডে পৌঁছে গিয়েছেন উলুবেড়িয়ার দুই নিখোঁজ অভিযাত্রী সাগর দে ও সরিৎশেখর দাসের আত্মীয়রা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।