পুরোহিত লাগবে না। গৃহস্থ নিজেই করতে পারেন লক্ষ্মীপুজো। তবে তার জন্য নির্দিষ্ট নিয়ম জেনে নিতে হবে। প্রথমেই তৈরি করতে হবে উপকরণের একটি ফর্দ। লক্ষ্মীপুজোয় কোন কোন উপকরণ লাগবে? পুজো পদ্ধতিই বা কী? আসুন শুনে নিই।
অনেকেই জানেন না, লক্ষ্মীপুজোই একমাত্র পুজো যা পুরোহিত ছাড়াও হতে পারে। যেহেতু এই পুজো আসলে স্ত্রী আচারের মধ্যে পড়ে। ফলে গৃহবধূও এই পুজো করতে পারেন। তবে কিনা সম্পূর্ণ আচার জানতে হবে। কী কী জিনিস ছাড়া লক্ষ্মীপুজো হবে না। তাও জেনে নেওয়া প্রয়োজন।
প্রথমেই পুজোর উপকরণের একটি ফর্দ তৈরি করে নিন। ফর্দে থাকতেই হবে বেশ কয়েকটি জিনিস। সেগুলি হল সিঁদুর, অধিবাস ডালা, তিল, হরিতকী, ঘট, একসরা, আতপ চাল। লাগবে ১টি ঘটাচ্ছাদন গামছা, ১টি কুণ্ডহাঁড়ি, ১টি তেকাঠি, ১টি দর্পণ, পঞ্চগুঁড়ি, পঞ্চগব্য, পঞ্চরত্ন, ১টি সশীষ ডাব, ৪টি তীর, পুষ্প, দুর্বা।
আরও শুনুন: কেবল ধনসম্পদের দেবী নন, বাংলায় শস্যের দেবী রূপেও এককালে পূজা পেতেন লক্ষ্মী
এই সঙ্গে লাগবে ৩টি আসনাঙ্গুরীয়ক, মধুপর্কের ৩টি বাটি, দই, মধু, গব্যঘৃত, চিনি, ৩টি নৈবেদ্য, ১টি কুচা নৈবেদ্য, লক্ষ্মীর শাড়ি, নারায়ণের ধুতি, পেচক পুজোর ধুতি, লোহা, শঙ্খ, সিঁদুর চুবড়ি, বালি, কাঠ, খোড়কে, ঘি এক পোয়া, হোমের বেলপাতা ২৮টি, ভোগের রান্নার জিনিস, কর্পুর, চিঁড়ে, নারকেল, পান, পানের মশলা, কলা ও অন্যান্য ফল, ১টি থালা, ২টি ঘটি, ১টি ফুলের মালা, ১টি চন্দ্রমালা এবং পূর্ণপাত্র।
এবার জেনে নেওয়া যাক লক্ষ্মী পুজোর পদ্ধতি। প্রথমেই মাথায় একটু গঙ্গাজল দিয়ে নারায়ণকে স্মরণ করবেন। তারপর সূর্যদেবতার উদ্দেশে জল দেবেন। সূর্যকে জল দেওয়ার জন্য ঠাকুরের সিংহাসনে একটি ছোটো তামার পাত্র রাখবেন। পুজোর আসন, ফুল, নৈবদ্য ইত্যাদি উপকরণের উপর গঙ্গাজল ছিটিয়ে দেবেন। এরপর লক্ষ্মীর সামনে সামান্য ধান ও এক চিমটি মাটি ছড়িয়ে দিয়ে তার উপর জলভরা ঘট স্থাপন করবেন। ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিকচিহ্ন এঁকে দেবেন। ঘটে একটি আম্রপল্লব ও তার উপর একটি কলা বা হরিতকি দিয়ে উপরে একটি ফুল দেবেন। ঘটের উপরে আরও থাকবে একটি সশীষ ডাব ও নতুন গামছা।
আরও শুনুন: কোজাগরী লক্ষ্মীপুজোয় ভুলেও এই কাজগুলো করবেন না, দুর্ভাগ্য পিছু ছাড়বে না
এবার লক্ষ্মীকে ধ্যান করবেন, ধ্যানমন্ত্র হল-
“ওঁ পাশাক্ষমালিকাম্ভোজ-শৃণিভির্যাম্য-সৌম্যয়োঃ
পদ্মাসনস্থাং ধ্যায়েচ্চ শ্রীয়ং ত্রৈলোক্যমাতরম্
গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার-ভূষিতাম্
রৌক্মপদ্ম-ব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু”
এরপর মা লক্ষ্মীকে আপনার ঘরে আবাহন করবেন। আবাহন মন্ত্রটি হল—
“ওঁ লক্ষ্মীদেবী ইহাগচ্ছ ইহাগচ্ছ
ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ ইহ সন্নিধেহি
ইহ সন্নিরুদ্ধস্য অত্রাধিষ্ঠান কুরু মম পূজান গৃহাণ।”
শুনে নিন বাকি অংশ।