শারদ আনন্দে জল ঢালবে না নিম্নচাপ। কয়লাকাণ্ডে সশরীরে হাজিরা দিতে হবে না রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। মাদককাণ্ডে জেলবন্দি আরিয়ান, চুপ কেন মমতা ? প্রশ্ন অধীর চৌধুরীর। ভোটের মুখে বিজেপি ছেড়ে কংগ্রেসে এলেন উত্তরাখণ্ডের মন্ত্রী ও এক বিধায়ক।
হেডলাইন:
আরও শুনুন:
আরও শুনুন: 9 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- মণ্ডপসজ্জায় জুতো, পুজো কমিটিকে আইনি নোটিস
বিস্তারিত খবর:
1. পুজোয় বৃষ্টির সম্ভাবনা নিয়ে আতঙ্কে ভুগছিল আমজনতা। মহাষষ্ঠীর দিন তাঁদের সুখবর শোনাল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাল, এখনই তৈরি হচ্ছে না নিম্নচাপ। ফলে দশমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে।
তবে আপাতত আরও দু’দিন ঘূর্ণাবর্ত থাকছে উত্তর আন্দামান সাগরে। এরফলে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। যদিও তার পরিমাণ হবে কম। বরং শনিবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবি ও সোমবার নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতেও।
হাওয়া অফিসের পূর্বাভাস, ১৩ অক্টোবর অর্থাৎ আগামী বুধবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপ ১৫ অক্টোবর দক্ষিণ ওড়িশা উপকূলে পৌঁছবে। এর প্রভাবে অষ্টমীর দিন বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে নবমী ও দশমীতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। রবি ও সোমবার ভারী বৃষ্টির সর্তকতা দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর।
2. পুজোর মরশুমে স্বস্তিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লির পাটিয়ালা হাউজ কোর্টে সশরীরে হাজিরা দিতে হবে না তাঁকে। বদলে তাঁর আইনজীবী আদালতে হাজিরা দিতে পারবেন। সোমবার দিল্লি হাই কোর্টের তরফে এমনটাই জানানো হল।
কয়লা পাচার কাণ্ডে বারবার তলব করা সত্ত্বেও জেরা এড়াচ্ছেন অভিষেকপত্নী। এমন অভিযোগ নিয়ে দিল্লির আদালতের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রুজিরা ইতিপূর্বে ইডিকে জানিয়েছিলেন, কোভিড পরিস্থিতি। বাড়িতে তাঁর দুই ছেলেমেয়ে রয়েছে। তাদের বয়স অনেকটাই কম। তাই এমন পরিস্থিতিতে সশরীরে হাজিরা দিতে পারবেন না। সমনের উপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থও হন তিনি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।