মঞ্চ কাঁপানো গায়ক। প্লেব্যাক সিঙ্গারও। গান লেখার ক্ষেত্রেও সমান স্বচ্ছন্দ তিনি। এমনকি সিনেমার পর্দাতেও মাঝে মাঝে দেখা যায় তাঁকে। তিনি জাতীয় পুরস্কারজয়ী গায়ক রূপঙ্কর বাগচী। জনপ্রিয় গায়ক কেমনভাবে কাটান তাঁর পুজোর দিনগুলো? সংবাদ প্রতিদিন শোনো-কে জানালেন সে-কথা। শুনলেন চৈতালী বক্সী।
উত্তর কলকাতার ছেলে। ফলে পুজোর নস্ট্যালজিয়া বলতে মনে পড়ে ঠাকুর দেখা। বিশেষ করে উত্তর কলকাতার বিখ্যাত পুজোগুলো। ছোটবেলায় মা-বাবার সঙ্গে, বড় হওয়ার পর বন্ধুদের সঙ্গে পায়ে হেঁটে। পুজো পরিক্রমার মাঝে হঠাৎ হঠাৎ দাঁড়িয়ে পড়ে ফুচকা কিংবা আলুকাবলির স্বাদ নেওয়া। যদিও ঠাকুর দেখা হয় না বহু বছর ধরেই। জনপ্রিয় হওয়ার পর থেকেই পুজোর দিন এলে প্রচণ্ড ব্যস্ততা আর তাড়াহুড়ো, দৌড়াদৌড়ি লেগেই থাকে। কোথাও শো করতে গিয়ে হয়তো একটু ঘোরাঘুরি, এটুকুই রূপঙ্করের পুজো। তবে পুজোয় শহরের বাইরে গেলে আয়োজকদের জানিয়েই দেন রূপঙ্কর, পরিবারকেও সঙ্গে নিয়ে যেতে চান তিনি। ঠাকুর দেখা হোক বা না হোক, রূপঙ্কর বাগচীর পুজো মানেই পরিবার।
আরও শুনুন: Durga Puja 2021: জনপ্রিয় হওয়ার মাশুল, পুজোয় মন দিয়ে মেয়ে দেখতে পারেন না রাহুল