মহালয়া মানেই চণ্ডীপাঠ, তবে এবার একটু অন্যরকম। চারজন নারীর কণ্ঠে ধ্বনিত মাতৃ-মাহাত্ম্য। সংবাদ প্রতিদিন শোনো-র বিশেষ নিবেদন ‘মাতৃকণ্ঠে মাতৃবন্দনা’।
মহালয়া। শাস্ত্রমতে এই দিনের যেমন আলাদা গুরুত্ব, তেমনই বাঙালি জনজীবনেও দিনটির মাহাত্ম্য অন্যরকম। মহালয়ার ভোর মানেই বাঙালির ঘুম ভাঙে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠে। সেই চিরচেনা মহালয়াই এবার একটু অন্যরকম। এই প্রথম চণ্ডীপাঠ নারীদের কণ্ঠে। চারজন নারী শোনালেন দেবী-মাহাত্ম্য। চেনা অভ্যাস পেরিয়ে সংবাদ প্রতিদিন শোনো-র এই বিশেষ নিবেদন ‘মাতৃকণ্ঠে মাতৃবন্দনা’। ভাষ্যপাঠে নন্দিনী ভৌমিক, রুমা রায়, সেমন্তী বন্দ্যোপাধ্যায়, পৌলমী চক্রবর্তী। যন্ত্রানুষঙ্গ: শুভময় ঘোষ। শব্দগ্রহণ ও আবহ: শঙ্খ বিশ্বাস।