উত্তরপ্রদেশের লখিমপুরে মৃত কৃষকদের পরিবার পিছু ৪৫ লক্ষ আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি। যোগী রাজ্যে কৃষক হত্যার তীব্র নিন্দা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতিবাদ করতে গিয়ে আটক অখিলেশ-প্রিয়াঙ্কা। বড়বাজারে আগুন আয়ত্তে আনতে নাজেহাল দমকলের ৩০টি ইঞ্জিন।
হেডলাইন:
আরও শুনুন: 3 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়
আরও শুনুন: 2 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে তোপ মমতার, দাবি ক্ষতিপূরণের
বিস্তারিত খবর:
1. উত্তরপ্রদেশের মৃত কৃষকদের পরিবারের পাশে দাঁড়াল যোগী আদিত্যনাথ সরকার। উত্তরপ্রদেশ সরকারের তরফে সোমবার ঘোষণা করা হল, ৪৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ পাবে মৃতদের পরিবার। জখম চাষিদের পরিবার পিছু বরাদ্দ ১০ লক্ষ টাকা। নিহতদের পরিবারের এক সদস্যের যোগ্যতা অনুযায়ী চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। সূত্রের খবর, প্রতিশ্রুতি মেলার পর সে রাজ্যে চলতে থাকা বিক্ষোভে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকরা। এবার মৃতদের সৎকার করা হবে বলেও জানিয়েছেন তাঁরা।
রবিবার সন্ধেয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলের গাড়ির চাকায় পিষ্ট হন বিক্ষোভকারী কৃষকরা। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাত থেকেই উত্তপ্ত উত্তরপ্রদেশের লখিমপুর খেড়ি এলাকা। কৃষকদের ক্ষোভ সামাল দিতে সোমবার সকাল থেকেই আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা চালাচ্ছিল প্রশাসন। কৃষকদের সমস্ত দাবিই কার্যত মেনে নিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। কৃষকদের দাবি মেনে কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্র, তাঁর ছেলে আশিস মিশ্র এবং আরও বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে মামলা রুজু করেছে উত্তরপ্রদেশ পুলিশ। হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে গোটা বিষয়টির তদন্ত করা হবে বলে ঘোষণা করেছেন এডিজি প্রশান্ত কুমার।
2. উত্তরপ্রদেশের লখিমপুর খেড়ার ঘটনার তীব্র নিন্দা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “লখিমপুরে যা হয়েছে তা অমানবিক, দুর্ভাগ্যজনক।” খবর পেয়েই ঘটনাস্থলে প্রতিনিধি দল পাঠিয়েছিল তৃণমূল। তাঁদের ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করলেন মমতা। বললেন, “এই সরকার সব জায়গায় ১৪৪ ধারা জারি করে। এরকম সরকারের জন্য জনসাধারণেরও ১৪৪ ধারা জারি করা উচিত।” ভবানীপুরে জয়ের হ্যাট্রিক করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সোমবারই তিনি পুজো দিলেন ভবানীপুরের শীতলা মন্দির এবং গুরুদ্বারে। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সি। গুরুদ্বার থেকে বেরিয়েই উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে বিজেপিকে তুলোধোনা করলেন তৃণমূল নেত্রী। মমতা ছাড়াও এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হয়েছেন দুজনেই।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।