শেষ হল ভবানীপুর উপনির্বাচন। ভোটদানের সময় ছাড়া আড়ালে রইলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপূজায় রাজ্যে কার্যকর নয়া নির্দেশিকা। পুজোর দিনগুলিতে রাজ্যে থাকছে না নাইট কারফিউ। মণ্ডপে প্রবেশে নেই কোনও নিষেধাজ্ঞা। পুজোর মরশুমে বাড়তি পরিষেবা। আগামী সপ্তাহ থেকে আরও বাড়ছে মেট্রো।
হেডলাইন:
আরও শুনুন: 29 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী
আরও শুনুন: 28 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- পুজোয় করোনা-কাঁটা, রাজ্যগুলিকে সতর্ক করে চিঠি দিল কেন্দ্র
বিস্তারিত খবর:
1. শেষ হল হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরের উপনির্বাচন। গত দু’দিনের অবিশ্রান্ত বৃষ্টির পর আশঙ্কা ছিল ভোটারের উপস্থিতি নিয়ে। ভোটের দিন কার্যত ভোরবেলা থেকেই আসরে নেমেছিলেন দলীয় নেতানেত্রীরা। সাতসকালেই ভবানীপুরের রাস্তায় দেখা যায় তৃণমূলের অন্যতম সেনাপতি তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমকে। বুথে বুথে গিয়ে এজেন্ট এবং কর্মীদের অভয় দেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তবে অভ্যেসমতোই, প্রার্থী হিসেবে উলটো পথে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের দিন নিজেকে আড়ালেই রাখেন তিনি। এদিনও তাঁকে দেখা গেল শুধু ভোটদানের সময়। মিত্র ইনস্টিটিউশনে এসে ভোট দিলেন মমতা ও অভিষেক। নিজের চেনা গড় ভবানীপুরে জয়ের বিষয়ে যে তিনি আত্মবিশ্বাসী, সে ইঙ্গিতই মিলল মমতার আচরণে।
এদিকে, একাধিক বুথে গিয়ে বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন তাঁদের এজেন্টকে বসতে দিচ্ছে না শাসক দল। যদিও রাজনৈতিক সমন্বয়ের ছবিও দেখা গেল এদিন। সকালে ভোট পরিস্থিতি পরিদর্শনে গিয়ে বামশিবিরে দাঁড়িয়ে চা খেলেন ফিরহাদ হাকিম। অন্যদিকে, সামসেরগঞ্জেও মুখোমুখি হয়ে নিজেদের মধ্যে সৌজন্য বিনিময় করলেন তৃণমূল এবং বিজেপি প্রার্থীরা।
2. ফের বাড়ল রাজ্যের বিধিনিষেধের সময়সীমা। আগামিকাল, ১ অক্টোবর থেকে ৩১ তারিখ পর্যন্ত রাজ্যে জারি থাকবে বিধিনিষেধ। তবে পুজোর কথা মাথায় রেখে ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত শিথিল করা হয়েছে নিষেধাজ্ঞা। উৎসবের ওই দিনগুলিতে থাকবে না নাইট কারফিউ। তবে কঠোরভাবে পালন করতে হবে কোভিড বিধি। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। মূলত পুজো উদযাপনে যাতে সমস্যা না হয়, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ২১ অক্টোবর থেকে ফের লাগু হবে নাইট কারফিউ।
পুজোর দিনগুলিতে রাত্রিকালীন নিষেধাজ্ঞায় ছাড় মিললেও রাজ্যের নির্দেশিকায় লোকাল ট্রেন সম্পর্কে কোনও কিছু জানানো হয়নি। এতেই স্পষ্ট যে, আগের মতোই বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা। তবে চলবে স্টাফ স্পেশ্যাল ট্রেন।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।