দেশের সমস্ত নাগরিক পাবে ডিজিটাল হেল্থ কার্ড। ঘোষণা প্রধানমন্ত্রীর। উত্তপ্ত ভবানীপুর। বন্দুক উঁচিয়ে শাসাল দিলীপের নিরাপত্তারক্ষীরা। কৃষক সংগঠনের ধর্মঘটের প্রভাব পড়ল রাজ্যে। চলল রেল-সড়ক অবরোধ। ভুয়ো অর্থলগ্নি সংস্থার মামলায় তৎপর সিবিআই। তলব মদন মিত্রকে। কয়লা কাণ্ডে প্রথম গ্রেপ্তারি।
হেডলাইন:
আরও শুনুন: 26 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- ‘ডান্সিং ড্রাগন, মৃতদেহের উপর নাচে’, বিজেপিকে আক্রমণ মমতার
আরও শুনুন: 25 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- রাষ্ট্রসংঘের মঞ্চে রবীন্দ্র-স্মরণ প্রধানমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. দেশবাসীর স্বাস্থ্য সুরক্ষায় আয়ুষ্মান ভারত প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বার আরও এক ধাপ এগোলো কেন্দ্রের সেই প্রকল্প। সোমবার আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী ডিজিটাল স্বাস্থ্য মিশন বা জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশনের ঘোষণা গত বছরই করেছিলেন প্রধানমন্ত্রী। এত দিন পরীক্ষামূলকভাবে ৬টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রকল্প চালু ছিল। আর এদিন থেকে দেশজুড়ে এই প্রকল্পের সূচনা হল।
আজ প্রধানমন্ত্রী বলেন, “আয়ুষ্মান ভারত প্রকল্পে দেশবাসী বিনামূল্যে চিকিৎসা পাবেন। এই প্রকল্প স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি বদলে দিয়েছে। দেশের প্রত্যেক নাগরিককে ডিজিটাল কার্ড দেওয়া হবে। যেখানে নাগরিকদের ডিজিটাল হেল্থ রেকর্ড থাকবে। আর এতে চিকিৎসকদের রোগ নির্ণয়ে সুবিধা হবে। হাসপাতালে ভরতি প্রক্রিয়াও সহজ হবে। গরিবরা সুবিধাও পাবেন। আয়ুস্মান ভারতে গোটা দেশের সুবিধা হবে।”
2. শেষ দিনের প্রচারে উত্তপ্ত হল ভবানীপুর। প্রচারে বাধা দেওয়ার অভিযোগে সরব বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ। সেই সময় পরিস্থিতি সামাল দিতে বন্দুক উঁচিয়ে ভিড় সামাল দেন বিজেপি নেতার নিরাপত্তারক্ষীরা। এই ঘটনার তীব্র বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল। রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
ভবানীপুর উপনির্বাচনের শেষবেলায় জোরকদমে প্রচার চালাচ্ছে বিজেপি। সোমবার ৮টি ওয়ার্ডে ৮০ জন বিজেপি নেতার প্রচার করার কথা ছিল। সেই মতো এদিন সকালে ভোটপ্রচারে যান বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। স্থানীয়দের ‘বহিরাগত, গো ব্যাক’ স্লোগান শুনে এলাকা ছাড়েন তিনি। এরপর পটুয়াপাড়ায় প্রচারে বেরোন বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। কিছুক্ষণ পর বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও প্রচারে যান। তাঁকেও বাধা দেন স্থানীয় বাসিন্দারা।
এই সময়েই উত্তপ্ত হয়ে ওঠে যদুবাবুর বাজার সংলগ্ন এলাকা। বিজেপি কর্মীদের সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয়। দিলীপ ঘোষকে ধাক্কাধাক্কি করা হয় বলেও অভিযোগ। তাতেই বাধা দেন বিজেপি কর্মী-সমর্থকরা। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। মাথা ফাটে এক বিজেপি কর্মীর। তিনি বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা। বন্দুক উঁচিয়ে শাসানি দেয় তারা। “গলায় পা তুলে দেব” বলে হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ। পরবর্তীতে কমিশনের কাছে ১৪৪ ধারা জারি করে ভোট করানোর দাবি জানায় বিজেপির প্রতিনিধি দল। যদিও একধাপ এগিয়ে নির্বাচন স্থগিতেরই দাবি জানান দিলীপ ঘোষ।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।