গত বছরে দেশ জুড়ে ঘটে যাওয়া অপরাধের হিসেবনিকেশ সেরে ফেলল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। আর তাতেই সেরার তকমা পেল কলকাতা শহর। দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে উঠে এল কলকাতার নাম। অন্যান্য মহানগরকে পিছনে ফেলে কেন এগিয়ে বাংলার রাজধানী? আসুন শুনে নেওয়া যাক।
ফের শীর্ষে কলকাতা। কেবল মৌখিক দাবি নয়, রীতিমতো কেন্দ্রীয় সংস্থার সাক্ষ্য। তাতেই প্রমাণ মিলল, দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। দেশের ১৯টি প্রধান শহরের মধ্যে কলকাতার অপরাধের হার সব থেকে কম। এছাড়াও, রিপোর্ট মোতাবেক, গত তিন বছরে নিয়মিত হারে অপরাধের সংখ্যা কমেছে বাংলার রাজধানীতে। যেখানে দেশের অন্যান্য বহু শহরে ২০১৮ সাল থেকে ২০২০ পর্যন্ত অপরাধের সংখ্যা বেড়েছে, সেখানে কলকাতার ক্ষেত্রে এই সংখ্যা কমে গিয়েছে অনেকটাই। এমনকী, অন্যান্য মহানগরের তুলনায় কলকাতায় মহিলারা বেশি নিরাপদ বলেও জানাচ্ছে এই রিপোর্ট।
আরও শুনুন: দেশের কোনও ইস্যুতে কেন মুখ খোলেন না খান হিরোরা? প্রশ্ন তুলে সরব নাসিরুদ্দিন শাহ
মঙ্গলবার দিল্লি থেকে প্রকাশিত হয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি-র রিপোর্ট। ‘ক্রাইম ইন ইন্ডিয়া, ২০২০’ শীর্ষক সেই রিপোর্টে রয়েছে দেশে গত এক বছরে ঘটে যাওয়া অপরাধের পরিসংখ্যান। আর তাতেই নিরাপদ শহরের খেতাব উঠল কলকাতার মাথায়। এনসিআরবি-র পরিসংখ্যান অনুযায়ী ২০২০ সালে প্রত্যেক লক্ষ জনসংখ্যায় কলকাতায় মোট অপরাধের হার ১২৯.৫। যেখানে দিল্লিতে এই হার ১৬০৮.৬, চেন্নাইয়ে ১৯৩৭.১, আহমেদাবাদে ১৩০০, সুরাতে ১৩০০, মুম্বইয়ে ৩১৮.৬।
আরও শুনুন: Kolkata : কলকাতা নাকি লটারির শহর! কেন জানেন?
গত দু’বছরের তুলনায় সামগ্রিক ভাবে নথিভুক্ত অপরাধের সংখ্যাও কমেছে কলকাতায়। ২০১৮ সালে কলকাতায় অপরাধের সংখ্যা ছিল ১৯,৬৮২। ২০১৯-এ সেই সংখ্যা কমে হয়েছিল ১৭,৩২৪। তার পর ২০২০ সালে শহরে মোট অপরাধের সংখ্যা আরও কমে হয়েছে ১৫,৫১৭। তথ্য এবং পরিসংখ্যান বলছে, নারীঘটিত অপরাধের সংখ্যাতেও দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুর থেকে নিরাপদ কলকাতা শহর। গত এক বছরে কলকাতায় মেয়েদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ২,০০১। বেঙ্গালুরুতে সেই সংখ্যা ২,৭৩০। দেশের রাজধানী দিল্লিতে ৯,৭৮২। গত বছর কলকাতায় পণের বলি হয়েছিলেন ন’জন। সেখানে দিল্লিতে এই সংখ্যা ১১১। কলকাতায় শ্লীলতাহানির শিকার হয়েছিলেন ৩০৪ জন। ধর্ষণের সংখ্যা ছিল ১১টি। দিল্লি, মুম্বই, জয়পুর, লখনউ-সহ দেশের বেশিরভাগ শহরেই এই অপরাধের সংখ্যা বেশি।
আইপিসি বা ভারতীয় দণ্ডবিধির নিরিখেও কলকাতায় গত বছরের অপরাধের একটি খতিয়ান পাওয়া যাচ্ছে। যে অপরাধে ভারতীয় দণ্ডবিধির ধারা কার্যকর করা হয়, সেই হিসেব থেকে দেখা যাচ্ছে, ২০২০ সালে কলকাতায় অপরাধের হার ১০৯.৯। অস্বীকার করার উপায় নেই, অন্য মেট্রো শহরের তুলনায় এই সংখ্যাটা যথেষ্ট কম। অপহরণ, চুরি বা ডাকাতির সংখ্যাও অন্যান্য শহরের থেকে কলকাতায় অনেকটা কম বলে জানিয়েছে এনসিআরবি রিপোর্ট।